শরীয়তপুর-২: হেভিওয়েট প্রার্থীতে ঠাসা যে আসন
পদ্মায় ভাঙা-গড়া মানুষের বাস শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায়। এ অঞ্চলের অধিকাংশ মানুষের জীবন চলে পদ্মা নদীর সঙ্গে সংগ্রাম করে। কাঁচিকাটা, চরআত্রা ও নওপাড়া ইউনিয়ন সম্পূর্ণ পদ্মার বিচ্ছিন্ন চরে অবস্থিত। বছরের পুরোটা সময় সাত-আট কিলোমিটার পদ্মা পাড়ি দিয়ে যাতায়াত করতে হয় তাদের। সংগ্রামী এসব মানুষ ভোট