নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মানুষের প্রয়োজনে ছুটে এসে সহযোগিতা করতেন মাসুদ রানা। গতকাল সোমবারও অসুস্থ আত্মীয়কে সহযোগিতার জন্য তাঁর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু ঘাতক ট্রাক কেড়ে নিল তাঁর প্রাণ।
মঙ্গলবার ভোরের দিকে শরিয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষের শিকার হয়েছিল যে অ্যাম্বুলেন্স, তাতে তিনি ছাড়াও রোগীসহ ছয় যাত্রীর মৃত্যু হয়।
বরিশাল নগরের বাসিন্দা মাসুদ (৩০) তাঁর স্ত্রীকে নিয়ে নগরের আমতলা মোড় এলাকায় বিরিয়ানির দোকান পরিচালনা করতেন। পাশাপাশি ‘নবচেতনা’ নামে জাতীয় দৈনিকের বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা গোঁড়াচাঁদ দাস সড়কে ‘রাবেয়া মঞ্জিলে’র চতুর্থ তলায় ভাড়ায় থাকতেন।
মাসুদ রানার প্রতিবেশী সন্ধ্যা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুদ রানা পরোপকারী ছিলেন। মানুষের প্রয়োজনে রানা ভাই ছুটে এসে সহযোগিতা করতেন। সোমবার রাত ১২টার দিকে রানা ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যান। তখন তাঁর স্ত্রী সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। শেষ রাতে রানার মৃত্যু সংবাদ পান। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী মালা সকাল ৬টায় আরেকটি অ্যাম্বুলেন্সে শরিয়তপুরে চলে যান।’
মাসুদ রানার স্বজন মেহেদি হাসান জানান, তাঁদের আত্মীয় আমেরিকাপ্রবাসী লুৎফন নাহার লিমার (৩০) মা জাহানারা বেগম বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়া রাত ১টার দিকে তাঁকে নিয়ে লিমা অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাদের সহযোগিতা করতে মাসুদ রানা সঙ্গে গিয়েছিলেন। দুর্ঘটনায় লিমা ও তাঁর মা জাহনারা বেগমও নিহত হয়েছেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে।
মানুষের প্রয়োজনে ছুটে এসে সহযোগিতা করতেন মাসুদ রানা। গতকাল সোমবারও অসুস্থ আত্মীয়কে সহযোগিতার জন্য তাঁর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু ঘাতক ট্রাক কেড়ে নিল তাঁর প্রাণ।
মঙ্গলবার ভোরের দিকে শরিয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষের শিকার হয়েছিল যে অ্যাম্বুলেন্স, তাতে তিনি ছাড়াও রোগীসহ ছয় যাত্রীর মৃত্যু হয়।
বরিশাল নগরের বাসিন্দা মাসুদ (৩০) তাঁর স্ত্রীকে নিয়ে নগরের আমতলা মোড় এলাকায় বিরিয়ানির দোকান পরিচালনা করতেন। পাশাপাশি ‘নবচেতনা’ নামে জাতীয় দৈনিকের বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা গোঁড়াচাঁদ দাস সড়কে ‘রাবেয়া মঞ্জিলে’র চতুর্থ তলায় ভাড়ায় থাকতেন।
মাসুদ রানার প্রতিবেশী সন্ধ্যা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুদ রানা পরোপকারী ছিলেন। মানুষের প্রয়োজনে রানা ভাই ছুটে এসে সহযোগিতা করতেন। সোমবার রাত ১২টার দিকে রানা ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যান। তখন তাঁর স্ত্রী সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। শেষ রাতে রানার মৃত্যু সংবাদ পান। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী মালা সকাল ৬টায় আরেকটি অ্যাম্বুলেন্সে শরিয়তপুরে চলে যান।’
মাসুদ রানার স্বজন মেহেদি হাসান জানান, তাঁদের আত্মীয় আমেরিকাপ্রবাসী লুৎফন নাহার লিমার (৩০) মা জাহানারা বেগম বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়া রাত ১টার দিকে তাঁকে নিয়ে লিমা অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাদের সহযোগিতা করতে মাসুদ রানা সঙ্গে গিয়েছিলেন। দুর্ঘটনায় লিমা ও তাঁর মা জাহনারা বেগমও নিহত হয়েছেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে