শচীনের মাঠে এখন কোহলি-রোহিত হওয়ার স্বপ্ন
ক্রিকেট-পর্যটকদের সামনে যদি মুম্বাইয়ের কিছু ক্রিকেটীয় স্পটের নামের তালিকা টানিয়ে দেওয়া হয়, অবশ্যই ওপরের দিকেই থাকবে শিবাজি পার্ক। যাঁরা ক্রিকেটের গভীর খোঁজখবর করেন, শচীন টেন্ডুলকারের গড়ে ওঠার ইতিহাস জানেন—তাঁদের কাছে মুম্বাইয়ের শিবাজি পার্ক অতিপরিচিত এক নাম।