Ajker Patrika

ছেলের উইকেট নিয়ে শচীনের মজা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৪: ৩০
ছেলের উইকেট নিয়ে শচীনের মজা

ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন শচীন টেন্ডুলকার। তবে একটা জায়গায় ভারতীয় কিংবদন্তির অপূর্ণতা রয়ে গেছে। তা হলো—আইপিএলে ৭৮ ম্যাচ খেলেও কোনো উইকেট না পাওয়া। 

তবে শচীনের সেই অপূর্ণতা এখন আর নেই। অনেকেই ভাবতে পারেন, সেটা কীভাবে সম্ভব? আসলে গতকাল পুত্র অর্জুন টেন্ডুলকারের উইকেট পাওয়ায় সেই অপূর্ণতা ঘুচে গেছে। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক ব্যাটারের পোস্ট দেখে তা-ই মনে হচ্ছে। 

এবারের আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয় অর্জুনের। তাঁর অভিষেকের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বিরল এক রেকর্ডও হয়। পিতার পর পুত্রের আইপিএলে খেলা। সেটিও আবার বাবার খেলা ক্লাব মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। অভিষেকে ২ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার। সঙ্গে দলকে ১৪ রানের জয়ও এনে দিয়েছেন তিনি। 

পুত্রের উইকেট পাওয়া নিয়েই পরে সামাজিক মাধ্যমে মজা করলেন শচীন। শুরুতে মুম্বাই এবং কয়েকজন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে দলটির পরামর্শক লিখেছেন, ‘আবারও মুম্বাই ইন্ডিয়ানসের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট-বলে মুগ্ধ করেছে ক্যামেরুন গ্রিন। ঈশান ও তিলকও দারুণ ব্যাটিং করেছে। আইপিএল দিনে দিনে আরও আকর্ষণীয় হচ্ছে। ছেলেরা দুর্দান্ত খেলছে। এবং অবশেষে ১টি উইকেট পেল একজন টেন্ডুলকার।’ 

ওয়ানডে ও টেস্টে মিলিয়ে ২০০ উইকেটের মালিক শচীন। এমনকি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু মুম্বাইয়ের হয়ে ৭৮ ম্যাচে উইকেটশূন্য তিনি। এ কারণে পুত্রের দ্বিতীয় ম্যাচে অভিষেক উইকেট পাওয়াতে সামাজিক মাধ্যমে মজা করে টুইটটি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত