ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন শচীন টেন্ডুলকার। তবে একটা জায়গায় ভারতীয় কিংবদন্তির অপূর্ণতা রয়ে গেছে। তা হলো—আইপিএলে ৭৮ ম্যাচ খেলেও কোনো উইকেট না পাওয়া।
তবে শচীনের সেই অপূর্ণতা এখন আর নেই। অনেকেই ভাবতে পারেন, সেটা কীভাবে সম্ভব? আসলে গতকাল পুত্র অর্জুন টেন্ডুলকারের উইকেট পাওয়ায় সেই অপূর্ণতা ঘুচে গেছে। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক ব্যাটারের পোস্ট দেখে তা-ই মনে হচ্ছে।
এবারের আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয় অর্জুনের। তাঁর অভিষেকের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বিরল এক রেকর্ডও হয়। পিতার পর পুত্রের আইপিএলে খেলা। সেটিও আবার বাবার খেলা ক্লাব মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। অভিষেকে ২ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার। সঙ্গে দলকে ১৪ রানের জয়ও এনে দিয়েছেন তিনি।
পুত্রের উইকেট পাওয়া নিয়েই পরে সামাজিক মাধ্যমে মজা করলেন শচীন। শুরুতে মুম্বাই এবং কয়েকজন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে দলটির পরামর্শক লিখেছেন, ‘আবারও মুম্বাই ইন্ডিয়ানসের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট-বলে মুগ্ধ করেছে ক্যামেরুন গ্রিন। ঈশান ও তিলকও দারুণ ব্যাটিং করেছে। আইপিএল দিনে দিনে আরও আকর্ষণীয় হচ্ছে। ছেলেরা দুর্দান্ত খেলছে। এবং অবশেষে ১টি উইকেট পেল একজন টেন্ডুলকার।’
ওয়ানডে ও টেস্টে মিলিয়ে ২০০ উইকেটের মালিক শচীন। এমনকি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু মুম্বাইয়ের হয়ে ৭৮ ম্যাচে উইকেটশূন্য তিনি। এ কারণে পুত্রের দ্বিতীয় ম্যাচে অভিষেক উইকেট পাওয়াতে সামাজিক মাধ্যমে মজা করে টুইটটি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।
ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন শচীন টেন্ডুলকার। তবে একটা জায়গায় ভারতীয় কিংবদন্তির অপূর্ণতা রয়ে গেছে। তা হলো—আইপিএলে ৭৮ ম্যাচ খেলেও কোনো উইকেট না পাওয়া।
তবে শচীনের সেই অপূর্ণতা এখন আর নেই। অনেকেই ভাবতে পারেন, সেটা কীভাবে সম্ভব? আসলে গতকাল পুত্র অর্জুন টেন্ডুলকারের উইকেট পাওয়ায় সেই অপূর্ণতা ঘুচে গেছে। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক ব্যাটারের পোস্ট দেখে তা-ই মনে হচ্ছে।
এবারের আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয় অর্জুনের। তাঁর অভিষেকের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বিরল এক রেকর্ডও হয়। পিতার পর পুত্রের আইপিএলে খেলা। সেটিও আবার বাবার খেলা ক্লাব মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। অভিষেকে ২ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার। সঙ্গে দলকে ১৪ রানের জয়ও এনে দিয়েছেন তিনি।
পুত্রের উইকেট পাওয়া নিয়েই পরে সামাজিক মাধ্যমে মজা করলেন শচীন। শুরুতে মুম্বাই এবং কয়েকজন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে দলটির পরামর্শক লিখেছেন, ‘আবারও মুম্বাই ইন্ডিয়ানসের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট-বলে মুগ্ধ করেছে ক্যামেরুন গ্রিন। ঈশান ও তিলকও দারুণ ব্যাটিং করেছে। আইপিএল দিনে দিনে আরও আকর্ষণীয় হচ্ছে। ছেলেরা দুর্দান্ত খেলছে। এবং অবশেষে ১টি উইকেট পেল একজন টেন্ডুলকার।’
ওয়ানডে ও টেস্টে মিলিয়ে ২০০ উইকেটের মালিক শচীন। এমনকি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু মুম্বাইয়ের হয়ে ৭৮ ম্যাচে উইকেটশূন্য তিনি। এ কারণে পুত্রের দ্বিতীয় ম্যাচে অভিষেক উইকেট পাওয়াতে সামাজিক মাধ্যমে মজা করে টুইটটি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ভুল বলেননি, এই বিপিএলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু পারিশ্রমিক আর ফিক্সিং বিতর্কে টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো যেন পেছনেই পড়েছে। শেষ ভালো যার, সব ভালো তার—টুর্নামেন্ট শেষ অংশটা যদি সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়, তাহলে হয়তো বিতর্কও পেছনে পড়বে। আর সেটি হতে চাই জমজমাট এক প্লে
১৮ মিনিট আগেআগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
১২ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
১২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
১২ ঘণ্টা আগে