Ajker Patrika

অন্যরকম ‘গার্ড অব অনার’ পেলেন শচীন

অন্যরকম ‘গার্ড অব অনার’ পেলেন শচীন

ব্যাট-প্যাড তুলে রেখেছেন অনেক বছর হলো। ক্রিকেট ছেড়ে এখন বেশ ঘোরাঘুরি করছেন শচীন টেন্ডুলকার। তবে ক্রিকেটে তাঁর কৃতিত্বের কথা ভুলে যায়নি বিশ্ব। এমনকি তিনি বিখ্যাত মাসাই মারার জঙ্গলে গিয়েও পেলেন অন্যরকম এক ‘গার্ড অব অনার’।

শচীন যেন এখন মাসাই মারার ডায়েরি লিখছেন। পরিবার নিয়ে অনেক দিন ধরে আফ্রিকা সফরে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। স্ত্রী ও কন্যাকে নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি কয়েক দিন আগে পোস্ট দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

এবার পোস্ট দিলেন কেনিয়ার মাসাই মারার জঙ্গলে স্থানীয়দের থেকে পাওয়া গার্ড অব অনারের কয়েকটি ছবি। পোস্ট করা ছবিতে স্থানীয়দের সঙ্গে বেশ হাসিখুশি দেখা গেল রেকর্ড একশ’ সেঞ্চুরির মালিককে। আর ক্যাপশনে লিখেছেন, ‘মাসাই পদ্ধতিতে গার্ড অব অনার। তাদের আশীর্বাদ পেয়ে সম্মানিত।’ 

মাসাই মারার স্থানীয়দের সঙ্গ পেয়ে উচ্ছ্বসিত শচীনমাসাই মারা অবস্থিত দক্ষিণ-পশ্চিম কেনিয়ায়। এটি আফ্রিকার সবচেয়ে বড় প্রাণীদের সংরক্ষিত অঞ্চল। বিখ্যাত আফ্রিকান সিংহ, চিতা, হাতি, জেব্রা ও হিপ্পোসহ অসংখ্য প্রাণীর বাসস্থান এটি।

খেলোয়াড়ি জীবনে অনেকবার গার্ড অব অনার পেয়েছেন শচীন। তবে আফ্রিকার এক বিখ্যাত জঙ্গলে স্থানীয়দের থেকে সম্মান পেয়ে অভিভূত ‘ক্রিকেট ঈশ্বর’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত