Ajker Patrika

টেন্ডুলকারকে নিয়ে বায়োপিকের ট্রেলার প্রকাশে উচ্ছ্বসিত মুরালি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪২
টেন্ডুলকারকে নিয়ে বায়োপিকের ট্রেলার প্রকাশে উচ্ছ্বসিত মুরালি

আজ প্রকাশ পেল শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার। মুম্বাইয়ে তাঁর ট্রেলার প্রকাশের দিন আজ উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার ও সনাৎ জয়াসুরিয়া। নিজের বায়োপিক ‘৮০০’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মুরালি। 

বিশেষ করে দুই কিংবদন্তি টেন্ডুলকার ও জয়াসুরিয়ার উপস্থিতির কারণে উচ্ছ্বসিত মুরালি। দুজনকে নিয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই গর্বিত যে তারা (টেন্ডুলকার ও জয়াসুরিয়া) আমার বায়োপিকের ট্রেলার প্রকাশের দিন সঙ্গে আছে। এই প্রজেক্টটা গত ৫ বছর ধরে কাজ চলছে। অবশেষে এটা সত্যি হয়েছে। আশা করি, মানুষ এটা উপভোগ করবে।’

‘৮০০’ শিরোনামে মুরালির বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন এমএস শ্রীপাথি। সিনেমাটি পরিচালনাও করছেন তিনি। এতে মুরালিধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত মধুর মিত্তাল। স্লামডগ মিলিয়নিয়ারে সেলিম মালিকের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হন। এবার শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুরালির ভূমিকায় জাদু দেখা যাবে তাঁকে। 

মুরালির টেস্ট উইকেটের সংখ্যার সঙ্গে মিল রেখে বায়োপিকের নাম রাখা হয়েছে ‘৮০০’। বায়োপিকে মুরালির অজানা গল্পগুলো তুলে আনার চেষ্টা করা হয়েছে। যার শুরুটা ১৯৭০ সালের ঘটনাপ্রবাহ দিয়ে,যখন শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলরা নির্যাতিত হয়েছেন। সব মিলিয়ে গৃহযুদ্ধের মধ্য থেকে উঠে এসে মুরালির ক্রিকেটার হয়ে ওঠা ও সর্বকালের সেরা বোলারদের একজন হয়ে ওঠার গল্প থাকবে এই সিনেমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত