আজ প্রকাশ পেল শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার। মুম্বাইয়ে তাঁর ট্রেলার প্রকাশের দিন আজ উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার ও সনাৎ জয়াসুরিয়া। নিজের বায়োপিক ‘৮০০’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মুরালি।
বিশেষ করে দুই কিংবদন্তি টেন্ডুলকার ও জয়াসুরিয়ার উপস্থিতির কারণে উচ্ছ্বসিত মুরালি। দুজনকে নিয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই গর্বিত যে তারা (টেন্ডুলকার ও জয়াসুরিয়া) আমার বায়োপিকের ট্রেলার প্রকাশের দিন সঙ্গে আছে। এই প্রজেক্টটা গত ৫ বছর ধরে কাজ চলছে। অবশেষে এটা সত্যি হয়েছে। আশা করি, মানুষ এটা উপভোগ করবে।’
‘৮০০’ শিরোনামে মুরালির বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন এমএস শ্রীপাথি। সিনেমাটি পরিচালনাও করছেন তিনি। এতে মুরালিধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত মধুর মিত্তাল। স্লামডগ মিলিয়নিয়ারে সেলিম মালিকের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হন। এবার শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুরালির ভূমিকায় জাদু দেখা যাবে তাঁকে।
মুরালির টেস্ট উইকেটের সংখ্যার সঙ্গে মিল রেখে বায়োপিকের নাম রাখা হয়েছে ‘৮০০’। বায়োপিকে মুরালির অজানা গল্পগুলো তুলে আনার চেষ্টা করা হয়েছে। যার শুরুটা ১৯৭০ সালের ঘটনাপ্রবাহ দিয়ে,যখন শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলরা নির্যাতিত হয়েছেন। সব মিলিয়ে গৃহযুদ্ধের মধ্য থেকে উঠে এসে মুরালির ক্রিকেটার হয়ে ওঠা ও সর্বকালের সেরা বোলারদের একজন হয়ে ওঠার গল্প থাকবে এই সিনেমায়।
আজ প্রকাশ পেল শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার। মুম্বাইয়ে তাঁর ট্রেলার প্রকাশের দিন আজ উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার ও সনাৎ জয়াসুরিয়া। নিজের বায়োপিক ‘৮০০’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মুরালি।
বিশেষ করে দুই কিংবদন্তি টেন্ডুলকার ও জয়াসুরিয়ার উপস্থিতির কারণে উচ্ছ্বসিত মুরালি। দুজনকে নিয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই গর্বিত যে তারা (টেন্ডুলকার ও জয়াসুরিয়া) আমার বায়োপিকের ট্রেলার প্রকাশের দিন সঙ্গে আছে। এই প্রজেক্টটা গত ৫ বছর ধরে কাজ চলছে। অবশেষে এটা সত্যি হয়েছে। আশা করি, মানুষ এটা উপভোগ করবে।’
‘৮০০’ শিরোনামে মুরালির বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন এমএস শ্রীপাথি। সিনেমাটি পরিচালনাও করছেন তিনি। এতে মুরালিধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত মধুর মিত্তাল। স্লামডগ মিলিয়নিয়ারে সেলিম মালিকের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হন। এবার শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুরালির ভূমিকায় জাদু দেখা যাবে তাঁকে।
মুরালির টেস্ট উইকেটের সংখ্যার সঙ্গে মিল রেখে বায়োপিকের নাম রাখা হয়েছে ‘৮০০’। বায়োপিকে মুরালির অজানা গল্পগুলো তুলে আনার চেষ্টা করা হয়েছে। যার শুরুটা ১৯৭০ সালের ঘটনাপ্রবাহ দিয়ে,যখন শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলরা নির্যাতিত হয়েছেন। সব মিলিয়ে গৃহযুদ্ধের মধ্য থেকে উঠে এসে মুরালির ক্রিকেটার হয়ে ওঠা ও সর্বকালের সেরা বোলারদের একজন হয়ে ওঠার গল্প থাকবে এই সিনেমায়।
নাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
৫ মিনিট আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
১ ঘণ্টা আগেনাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
২ ঘণ্টা আগেবলটি ধেয়ে আসছিল এলমান মতিনের দিকেই। কিন্তু নাগালের বাইরে হওয়ায় নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। উল্টো তা রিসিভ করতে হয় মাঠের বাইরে থাকা এক সাংবাদিককে। তাঁর এমন দক্ষতায় মতিন হাসিমুখে বলে ওঠেন ‘নাইস’। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলারের বাংলায় কথা বলতে তেমন কোনো জড়তা নেই, বাচনভঙ্গি স্বভাবতই ইংরেজদের...
৩ ঘণ্টা আগে