মাশরাফির চোখে শান্ত লম্বা রেসের ঘোড়া
অধিনায়ক হিসেবে লিটন দাসকে কাছ থেকেই দেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। শুধু দেখা নয়, সমালোচনায় জর্জরিত লিটনের ক্যারিয়ারের কঠিন দিনগুলোও মাশরাফির অধিনায়কত্ব সময়ে। শত সহস্র সমালোচনার মাঝেও লিটনের ওপর আস্থার হাত ছিল মাশরাফির। লিটনকে দেখা থেকেই মাশরাফির মনে হচ্ছে, নাজমুল হোসেন শান্ত লম্বা রেসের ঘোড়া হবেন।