Ajker Patrika

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-লিটন-মোস্তাফিজের 

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২১: ৪৯
র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-লিটন-মোস্তাফিজের 

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়েছেন শান্ত। সিরিজ সর্বোচ্চ ১৪৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি সিরিজে শান্তর গড় ১৪৪ ও স্ট্রাইক রেট ১২৭.৪৩। যার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫১ রান করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শান্ত। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন দাসও। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন লিটন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের এই ওপেনার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন ফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫.৫৮ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত