Ajker Patrika

রনি-শান্তর ব্যাটিংয়েই চাপ কমে গেছে, বলছেন লিটন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯: ৫০
রনি-শান্তর ব্যাটিংয়েই চাপ কমে গেছে, বলছেন লিটন

বছরের শুরুটা ভালো হয়নি লিটন দাসের। ইংল্যান্ড সিরিজে রান করতেই যেন ভুলে গিয়েছিলেন। ফর্মে ফিরতে লিটন বেছে নিলেন ইংল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচকে। দুর্দান্ত এক ফিফটি করে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচসেরার কৃতিত্ব রনি তালুকদার ও নাজমুল হোসেন শান্তকে দিয়েছেন লিটন।

টস হেরে আজ ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে পাওয়ারপ্লেতে প্রথম ৬ ওভারে বাংলাদেশ করেছিল কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান। যেখানে লিটন ২০ বলে ২১ রান করলেও রনি রানের চাকা সচল রাখতে থাকেন। রনির পর উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত।

রনি, শান্তর ব্যাটিংয়েই চাপহীন ব্যাটিং করতে পেরেছেন বলে মনে করেন লিটন। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘রনি পাওয়ারপ্লেতে যেভাবে খেলেছে এবং এরপর শান্তর ব্যাটিংয়ে আমার ওপর থেকে চাপ কমে গেছে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি আজ তুলে নিয়েছেন লিটন। ফিফটি করতে খেলেছেন ৪১ বল। ফিফটি করার পর আক্রমণাত্মক খেলেছেন লিটন। ৫৭ বলে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৭৩ রান। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের ভাষ্য, ‘বোলারের নতুন বল মোকাবিলা করা চ্যালেঞ্জিং ছিল। উইকেট কিছুটা কঠিন ছিল। আমি ও আমার পরিবার সত্যিই খুব বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত