Ajker Patrika

সাকিব-লিটনদের নিয়ে চিন্তার কিছু নেই, বলছেন পণ্ডিত 

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৪: ০৩
সাকিব-লিটনদের নিয়ে চিন্তার কিছু নেই, বলছেন পণ্ডিত 

১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হচ্ছে পরশু। কলকাতা নাইট রাইডার্সের আইপিএল মিশন শুরু হবে শনিবার। তবে দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস এখনো কলকাতা দলে  যোগ দিতে পারেননি। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এ ব্যাপারে কোনো দুশ্চিন্তা করছেন না। 

এই মুহূর্তে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে পরশু। ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট। আন্তর্জাতিক সিরিজের কারণে  সাকিব-লিটনদের অনাপত্তিপত্রের বিষয়টি এখনো ঝুলে আছে। যথাসময়ে তাই আইপিএলে খেলতে যেতে পারছেন না এই দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের সংবাদ সম্মেলনে গতকাল পণ্ডিত বলেন, ‘সাকিব-লিটন খুব শিগগিরই এখানে এসে পৌঁছাবে।’

শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে তারা (সাকিব-লিটন) এখানে আছে। গত এক মাস তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা ক্রিকেটই খেলছে। আমাদের এই মুহূর্তে তেমন সমস্যা নেই।’ 

গত কয়েক মৌসুম আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দিচ্ছিলেন শ্রেয়াস আয়ার। তবে পিঠের চোটে ভুগতে থাকা শ্রেয়াস এবার অধিকাংশ ম্যাচ খেলতে পারবেন না। শ্রেয়াসের পরিবর্তে কলকাতাকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত