একটি 'বাবুই পাখির গাছ'
ছোট্ট কাঁঠাল গাছটির কাণ্ড, ডালপালা, শাখা-প্রশাখা, পাতায় পাতায় নিশ্চিন্তে বসে আছে বাবুই পাখি। ভোরের আলো ফুটতেই বেড়িয়ে পরে খাবারের সন্ধানে। ঠিক সন্ধে নামার মুখে আবার ফিরে অভয়ারণ্য এই কাঁঠাল গাছে। দল বেঁধে এক শান্তির নীড়ে বসবাস ওদের। মাঝারি আকারের এই কাঁঠাল গাছটিতে রীতিমতো দখল নিয়ে গাছটির নামই বদলে দিয়