ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)
সুনিল চন্দ্র দাস (৬৫)। একজন পেশাদার ঢাকি। ঢাকঢোল মেরামতের মিস্ত্রিও তিনি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাক মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বাপ-দাদা বংশপরম্পরায় প্রায় ২০০ বছর ধরে এ পেশায় জড়িত।
এ বছর নাটোরের লালপুরের রায়পুর দাসপাড়ার (ঢুলিপাড়া) ২১ জন ও আটঘরিয়া দক্ষিণ দাসপাড়ার ৯ জন ঢাকি বিভিন্ন পূজামণ্ডপে ঢাক বাজানোর চুক্তি নিয়েছেন। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে স্বাগত জানাতে ঢুলিদের এ ব্যস্ততা।
সরেজমিনে রায়পুর দাসপাড়ায় দেখা যায়, সুনিল চন্দ্র দাস ঢাক মেরামতের জন্য বাঁশের বাতা তৈরি করছেন। ঢাকিরা ঢাকঢোল বাজিয়ে পরীক্ষা করছেন। গ্রামের নারী-শিশু, বয়োবৃদ্ধ সবাই ভিড় করে বাজনা উপভোগ করছেন। পাড়াজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বছর পাড়ার ২১ জন ঢুলি বিভিন্ন পূজামণ্ডপে ডাক পেয়েছেন। প্রতি মণ্ডপে দুজন করে পূজার পাঁচ দিনের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা চুক্তিতে ঢাক বাজাবেন।
খগেন চন্দ্র দাস (৭৫) বলেন, বাপ-দাদারা বংশপরম্পরায় প্রায় ২০০ বছর ধরে এ পেশায় জড়িত। পূজা ছাড়াও বিয়েতে তিন-চার দিনের জন্য পাঁচজনের দল ১০ থেকে ১৫ হাজার টাকা বাজনার চুক্তি নেন। অন্য সময় তাঁদের প্রধান পেশা চর্মকার (মুচি)।
ঢুলিপাড়ার দলনেতা অজিত চন্দ্র দাস (৪২) বলেন, একটি ছোট ঢাকের দাম ৪ হাজার টাকা। বড় ঢাক কাঠের তৈরি ১৪ হাজার আর টিনের পড়ে ৫ হাজার টাকা। বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য প্রতিটি ঢোল ৮ হাজার টাকা, কর্ণেক বাঁশি সাধারণ ১১ হাজার, সাইড ড্রাম ৪ হাজার, ঝুমকা ৫০০, ঝাঁজ আড়াই হাজার, ক্যাসিও ১২ হাজার, ফ্লট ৮ হাজার টাকার যন্ত্রপাতি লাগে।
অজিত চন্দ্র দাস আরও বলেন, ‘এসব যন্ত্র এককভাবে কেনার সামর্থ্য নেই। এত টাকা পাব কোথায়। উপার্জনের সব দিয়ে এসব কিনলে খাব কী?’
আটঘরিয়া দক্ষিণ দাসপাড়া গ্রামের ঢুলি বসু চন্দ্র দাস (৫২) বলেন, তিনি ঢাকঢোল নিজেই মেরামত করেন। ঢাক মেরামতের জন্য প্রতিটি চামড়া ৩৫০ টাকায় কিনে আনেন। পূজার জন্য ঢাক মেরামত করছেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল বলেন, স্বাস্থ্যবিধি মেনে এ বছর লালপুরে ৪২টি মন্দিরে দুর্গাপূজা উদ্যাপিত হবে। পূজা শুরু হবে আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।
নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, জেলায় ৩৮৩টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
সুনিল চন্দ্র দাস (৬৫)। একজন পেশাদার ঢাকি। ঢাকঢোল মেরামতের মিস্ত্রিও তিনি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাক মেরামতে ব্যস্ত সময় পার করছেন। বাপ-দাদা বংশপরম্পরায় প্রায় ২০০ বছর ধরে এ পেশায় জড়িত।
এ বছর নাটোরের লালপুরের রায়পুর দাসপাড়ার (ঢুলিপাড়া) ২১ জন ও আটঘরিয়া দক্ষিণ দাসপাড়ার ৯ জন ঢাকি বিভিন্ন পূজামণ্ডপে ঢাক বাজানোর চুক্তি নিয়েছেন। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে স্বাগত জানাতে ঢুলিদের এ ব্যস্ততা।
সরেজমিনে রায়পুর দাসপাড়ায় দেখা যায়, সুনিল চন্দ্র দাস ঢাক মেরামতের জন্য বাঁশের বাতা তৈরি করছেন। ঢাকিরা ঢাকঢোল বাজিয়ে পরীক্ষা করছেন। গ্রামের নারী-শিশু, বয়োবৃদ্ধ সবাই ভিড় করে বাজনা উপভোগ করছেন। পাড়াজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বছর পাড়ার ২১ জন ঢুলি বিভিন্ন পূজামণ্ডপে ডাক পেয়েছেন। প্রতি মণ্ডপে দুজন করে পূজার পাঁচ দিনের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা চুক্তিতে ঢাক বাজাবেন।
খগেন চন্দ্র দাস (৭৫) বলেন, বাপ-দাদারা বংশপরম্পরায় প্রায় ২০০ বছর ধরে এ পেশায় জড়িত। পূজা ছাড়াও বিয়েতে তিন-চার দিনের জন্য পাঁচজনের দল ১০ থেকে ১৫ হাজার টাকা বাজনার চুক্তি নেন। অন্য সময় তাঁদের প্রধান পেশা চর্মকার (মুচি)।
ঢুলিপাড়ার দলনেতা অজিত চন্দ্র দাস (৪২) বলেন, একটি ছোট ঢাকের দাম ৪ হাজার টাকা। বড় ঢাক কাঠের তৈরি ১৪ হাজার আর টিনের পড়ে ৫ হাজার টাকা। বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য প্রতিটি ঢোল ৮ হাজার টাকা, কর্ণেক বাঁশি সাধারণ ১১ হাজার, সাইড ড্রাম ৪ হাজার, ঝুমকা ৫০০, ঝাঁজ আড়াই হাজার, ক্যাসিও ১২ হাজার, ফ্লট ৮ হাজার টাকার যন্ত্রপাতি লাগে।
অজিত চন্দ্র দাস আরও বলেন, ‘এসব যন্ত্র এককভাবে কেনার সামর্থ্য নেই। এত টাকা পাব কোথায়। উপার্জনের সব দিয়ে এসব কিনলে খাব কী?’
আটঘরিয়া দক্ষিণ দাসপাড়া গ্রামের ঢুলি বসু চন্দ্র দাস (৫২) বলেন, তিনি ঢাকঢোল নিজেই মেরামত করেন। ঢাক মেরামতের জন্য প্রতিটি চামড়া ৩৫০ টাকায় কিনে আনেন। পূজার জন্য ঢাক মেরামত করছেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল বলেন, স্বাস্থ্যবিধি মেনে এ বছর লালপুরে ৪২টি মন্দিরে দুর্গাপূজা উদ্যাপিত হবে। পূজা শুরু হবে আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।
নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, জেলায় ৩৮৩টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫