পলিব্যাগে বেগুন চাষে কৃষকদের সাফল্য
নাটোরের লালপুরে কৃষকেরা অধিক হারে বেগুন উৎপাদনের লক্ষ্যে এ বছর প্রথম পলিব্যাগের ব্যবহার শুরু করেছেন। গত মঙ্গলবার উপজেলার রামানন্দপুর-সন্তোষপুর, কদিমচিলান, শোভ, চংধুপই গ্রামে ও পদ্মার চরাঞ্চলে গিয়ে দেখা যায়, চাষিরা কীটনাশক ছাড়াই পলিব্যাগ ব্যবহার করে বেগুন চাষ শুরু করেছেন।