Ajker Patrika

পলিব্যাগে বেগুন চাষে কৃষকদের সাফল্য

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১: ২৭
পলিব্যাগে বেগুন চাষে কৃষকদের সাফল্য

নাটোরের লালপুরে কৃষকেরা অধিক হারে বেগুন উৎপাদনের লক্ষ্যে এ বছর প্রথম পলিব্যাগের ব্যবহার শুরু করেছেন। গত মঙ্গলবার উপজেলার রামানন্দপুর-সন্তোষপুর, কদিমচিলান, শোভ, চংধুপই গ্রামে ও পদ্মার চরাঞ্চলে গিয়ে দেখা যায়, চাষিরা কীটনাশক ছাড়াই পলিব্যাগ ব্যবহার করে বেগুন চাষ শুরু করেছেন।

চাষি আজিজুল শেখ বলেন, নতুন এ পদ্ধতিতে বেগুনের উৎপাদন কয়েক গুণ বেড়েছে। পলিব্যাগ ব্যবহার করার কারণে বেগুনে পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। এ পদ্ধতি ব্যবহারে প্রাকৃতিক পরিবেশ ও বেগুন চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে। ভালো জমিতে ফলন আরও বেশি হচ্ছে। গাছ লাগানোর দুই মাসেই বেগুন বাজারজাত করছেন। প্রচলিত চাষে বেগুনের মধ্যে ও ডগা ছিদ্রকারী পোকা দমনে সপ্তাহে দুই-তিনবার কীটনাশক প্রয়োগ করতে হতো।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কীটনাশক প্রয়োগের কারণে কৃষকদের শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পলিব্যাগ ব্যবহারে কোনো ক্ষতি নেই। পলিব্যাগ ব্যবহারে বেগুনের অনেক উপকার হয়। বাজারে বিষমুক্ত সবজি চাষে কৃষকদের এ পদ্ধতিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত