Ajker Patrika

হত্যা মামলার ৬ আসামির আত্মসমর্পণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
হত্যা মামলার ৬ আসামির  আত্মসমর্পণ

নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামের খাসদিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মকলেছুর রহমান হত্যা মামলার ৬ আসামি আত্মসমর্পণ করেছেন। গত সোমবার বিকেলে তাঁরা আইনজীবীর মাধ্যমে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারিক মো. সুলতান মাহমুদ জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আত্মসমর্পণ করা আসামিরা হলেন ওই গ্রামের মুজাম, সম্রাট, আক্কাস, মেরাজ, রেজাউল ও সাবুল।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি বাদশাসহ এ পর্যন্ত ৪১ জন আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২১ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে সম্প্রীতির ঈশ্বরপাড়া গড়ার প্রতিশ্রুতি দেন। সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ঈশ্বরপাড়া গ্রামে ১৮ বিঘার খাসদিঘির দখল নিয়ে বাদশাহ ও সাহাবুল দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২৯ অক্টোবর ভোরে কৃষক মকলেছুর রহমান (৫০) খুন হন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ওই দিন ৩৭ জন নামীয়সহ অজ্ঞাত ব্যক্তিদের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘদিন ধরে খাসদিঘির দখল নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের অন্তত ১৫ জন নারী-পুরুষ পঙ্গু হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত