এই পথে একা একা হাঁটতেন
যাঁরা ‘মহাভারত’ লিখেছিলেন, তাঁদের কাছে বাংলাদেশ ছিল অরণ্যভূমি ‘পাণ্ডব-বর্জিত’। এখানকার লোকজন ছিলেন ‘অসভ্য’, অচ্ছুত। কিন্তু নাগরিক বাঙালি জঙ্গলকে চিনেছে বহু দেরিতে। রাজা রামমোহন বেশ কিছুদিন চাতরার জঙ্গলমহলে আমিন ও মুন্সির কাজ করেছিলেন প্রায় ২০০ বছর আগে। যে চাতরা আজকের দিনেও প্রায় দুর্গম এক অরণ্যপ্রদে