আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি নিয়ে মন্তব্যের জের ধরে আলোচিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য জানান।
শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলার আসামি ইউনূসকে নিয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি পাঠান নোবেল বিজয়ীসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি।
এ বিষয়ে গত সোমবার হাইকোর্টের সামনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।’
ওই খোলাচিঠির প্রতিবাদ জানিয়ে বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে স্বাক্ষরের জন্য তার কাছে পাঠানো হয়েছে দাবি করে এমরান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।’
এই দাবি খারিজ করে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, তিনি বা তাঁর কার্যালয় থেকে এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘কাউকে খুশি করতে’ এমন কথা বলেছেন। পরে আইনমন্ত্রীও বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘শৃঙ্খলা ভঙ্গ করেছেন’।
এরপর এমরান আহম্মদের বরখাস্ত হওয়ার গুঞ্জন শুরু হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আজ সকালে আইনমন্ত্রী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে পৌঁছান। সেখানে উপস্থিত সাংবাদিকেরা এমরান আহম্মদ ভূঁইয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী শুধু বলেন, ‘উনাকে বরখাস্ত করা হয়েছে।’
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না যে, উনি কোন অপরাধ করেছেন। কেন তাঁকে জেলে যেতে হবে। তবে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।’
আজ শুক্রবার সকালে নিজের সংসদীয় এলাকা আখাউড়া-কসবা দলীয় কর্মসূচিতে অংশ নিতে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি নিয়ে মন্তব্যের জের ধরে আলোচিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য জানান।
শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলার আসামি ইউনূসকে নিয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি পাঠান নোবেল বিজয়ীসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি।
এ বিষয়ে গত সোমবার হাইকোর্টের সামনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।’
ওই খোলাচিঠির প্রতিবাদ জানিয়ে বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে স্বাক্ষরের জন্য তার কাছে পাঠানো হয়েছে দাবি করে এমরান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিবৃতিতে স্বাক্ষর করব না।’
এই দাবি খারিজ করে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, তিনি বা তাঁর কার্যালয় থেকে এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘কাউকে খুশি করতে’ এমন কথা বলেছেন। পরে আইনমন্ত্রীও বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘শৃঙ্খলা ভঙ্গ করেছেন’।
এরপর এমরান আহম্মদের বরখাস্ত হওয়ার গুঞ্জন শুরু হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আজ সকালে আইনমন্ত্রী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে পৌঁছান। সেখানে উপস্থিত সাংবাদিকেরা এমরান আহম্মদ ভূঁইয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী শুধু বলেন, ‘উনাকে বরখাস্ত করা হয়েছে।’
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না যে, উনি কোন অপরাধ করেছেন। কেন তাঁকে জেলে যেতে হবে। তবে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।’
আজ শুক্রবার সকালে নিজের সংসদীয় এলাকা আখাউড়া-কসবা দলীয় কর্মসূচিতে অংশ নিতে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার তাঁদের চাঁদাবাজি মামলায় আদালতে পাঠিয়েছে দৌলতপুর থানা–পুলিশ।
১ সেকেন্ড আগেপঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১৭ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৯ মিনিট আগে