কমলাপুর রেল স্টেশনে চালু হলো আধুনিক গণশৌচাগার
নতুন নির্মিত এ শৌচাগারটিতে নারী ও পুরুষদের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ডওয়াশিং পয়েন্টস, শাওয়ার, নিরাপদ পানির সুব্যবস্থা, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, বাইরে সিসিটিভি ক্যামেরা, পেশাদার ক্লিনার ও নারী কেয়ারটেকার রাখা হয়েছে।