নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সেই সকাল ৬টায় চট্টগ্রাম স্টেশনে এসেছেন ৬০ বছর বয়সী সাবেকুন নাহার। যাবেন ময়মনসিংহে। কিন্তু ট্রেন না চলায় অপেক্ষা করছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। তাঁর সঙ্গে আসা ছেলে ও ছেলের স্ত্রী ট্রেনের অপেক্ষা করতে করতে চাঁদর বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন। শুধু সাবেকুন নাহার নন, স্টেশনে শত শত যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য এভাবেই ট্রেনের অপেক্ষা করছেন।
জানা যায়, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত ৬টি ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা যায়নি। বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দেওয়ায় এমনটি ঘটেছে।
ছেড়ে না যাওয়া ট্রেনগুলো হল আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, লোকাল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেস।
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী নূর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘সেই সাহরি খেয়ে বের হয়েছি। স্টেশনে এসেছি সকাল ৭টায়। কিন্তু ট্রেন না ছাড়ায় এখনো স্টেশনে অপেক্ষা করছি।’
মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাজমুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঢাকায় যাওয়া জরুরি। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।’
রার্নিং স্টাফ কর্মচারী সমিতির তথ্য ও প্রকাশনা সম্পাদক মীর এ বি এম শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা (মাইলেজ) বাতিল করায় কর্মচারীরা ট্রেন চালাচ্ছেন না। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলেই ট্রেন চালাবেন চালকেরা।’
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বাকি ট্রেন চলবে কি না, তাও বুঝতে পারছি না। ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
ট্রেন সম্পর্কিত পড়ুন:
সেই সকাল ৬টায় চট্টগ্রাম স্টেশনে এসেছেন ৬০ বছর বয়সী সাবেকুন নাহার। যাবেন ময়মনসিংহে। কিন্তু ট্রেন না চলায় অপেক্ষা করছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। তাঁর সঙ্গে আসা ছেলে ও ছেলের স্ত্রী ট্রেনের অপেক্ষা করতে করতে চাঁদর বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন। শুধু সাবেকুন নাহার নন, স্টেশনে শত শত যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য এভাবেই ট্রেনের অপেক্ষা করছেন।
জানা যায়, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত ৬টি ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা যায়নি। বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দেওয়ায় এমনটি ঘটেছে।
ছেড়ে না যাওয়া ট্রেনগুলো হল আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, লোকাল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেস।
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী নূর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘সেই সাহরি খেয়ে বের হয়েছি। স্টেশনে এসেছি সকাল ৭টায়। কিন্তু ট্রেন না ছাড়ায় এখনো স্টেশনে অপেক্ষা করছি।’
মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাজমুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঢাকায় যাওয়া জরুরি। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। এখন কী করব বুঝতে পারছি না।’
রার্নিং স্টাফ কর্মচারী সমিতির তথ্য ও প্রকাশনা সম্পাদক মীর এ বি এম শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বেতন-ভাতা (মাইলেজ) বাতিল করায় কর্মচারীরা ট্রেন চালাচ্ছেন না। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলেই ট্রেন চালাবেন চালকেরা।’
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বাকি ট্রেন চলবে কি না, তাও বুঝতে পারছি না। ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
ট্রেন সম্পর্কিত পড়ুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে