Ajker Patrika

রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা রেলমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৩: ৫৮
Thumbnail image

রেলের রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে।’ 

আজ বুধবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে রেলমন্ত্রী এ কথা জানান। এর আগে সকাল থেকে সারা দেশে একযোগে কর্মবিরতি শুরু করেন রেলের রানিং স্টাফরা। এরপর রেলমন্ত্রী দুপুরে কমলাপুরে রেলের রানিং স্টাফ ও কর্মচারীদের সঙ্গে একটি বৈঠক করেন। 

বৈঠক শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে। সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে। আমরা রেলের  রানিং স্টাফদের আন্দোলনের পক্ষে আছি। আগামী ১৯ তারিখ প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন। আমি এবং রেল মন্ত্রণালয়ের সচিব সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি, আগামী ১৯ তারিখের মধ্যে মাইলেজ সুবিধাসহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগে যে সুযোগ-সুবিধাগুলো শ্রমিকেরা পেতেন, সেগুলো পুনরায় তাঁরা ফেরত পাবেন।’ 

মন্ত্রী শ্রমিকদের অনুরোধ করে বলেন, ঈদের আগে যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হতে হয়, সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে আজ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার জন্য রানিং স্টাফদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। পূর্বেও রেলকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তখন রেলকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখনো রেলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেসব ষড়যন্ত্রে রানিং স্টাফরা পা দেবেন না। 

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, দুপুর ১২টা ৪৫ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সকালের কোনো ট্রেন ছেড়ে যাইনি। 

বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে কর্মবিরতি করা শ্রমিকেরা নিজ নিজ কাজে যোগদান করবেন বলে জানিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘রেলমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এখন থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য সব কর্মচারীকে অনুরোধ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত