সত্য বেরিয়ে আসছে: রিজভী
কুমিল্লার পূজামণ্ডপ থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জের নারকীয় তাণ্ডবের পেছনে সরকার এবং সরকারি দলের লোক কোনো না কোনোভাবে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি এই সমস্ত ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সরকারের লোকেরাই জড়িত এবং এসব সত্য এখন বেরিয়ে আসছে।