Ajker Patrika

আন্দোলনের সময় বিএনপির নেতারা ঘরে নয়, লাল ঘরে থাকেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩০
আন্দোলনের সময় বিএনপির নেতারা ঘরে নয়, লাল ঘরে থাকেন : রিজভী

আন্দোলনের সময় বিএনপির নেতাদের ঘরে থাকার সুযোগ নেই বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, ওই সময় বিএনপির নেতাকর্মীদের জায়গা হয় কারাগারে। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, 'একটা শব্দ ছুটে গেছে ওবায়দুল কাদেরের বক্তব্য থেকে। বলেছেন যে, আন্দোলন হলে বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে থাকেন।' রিজভীর দাবি ওইটা ঘর নয়, ওইটা হবে 'লাল ঘর'।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তাঁর অভিযোগ, বিএনপি আন্দোলনের কর্মসূচি দেওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়। মামলা, হামলা ও নির্যাতনে অতিষ্ঠ করে তোলা হয়। এমন অবস্থায় বিএনপির নেতাকর্মীদের আর ঘরে থাকার সুযোগ থাকে না।

এর আগে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, জনগণ ঝাঁপিয়ে পড়া দূরের কথা, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারাই ঝাঁপ বন্ধ করে ঘরে অবস্থান নেয়, হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ করে।

বিএনপির হাঁকডাক 'আন্দোলনবিলাস'—ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনায় রিজভী বলেন, 'যারা গণতন্ত্র ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে, তাদের বিরুদ্ধে আপনারা উদ্ধত রাষ্ট্রশক্তি ব্যবহার করে গুম-খুন করছেন। বিলাস আমরা করছি?' ওবায়দুল কাদেরকে এমন প্রশ্ন করেন রিজভী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত