Ajker Patrika

২১ আগস্টের ঘটনা আ. লীগ ঘটিয়ে থাকতে পারে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২১ আগস্টের ঘটনা আ. লীগ ঘটিয়ে থাকতে পারে: রিজভী

২১ আগস্টের ঘটনা আওয়ামী লীগ ঘটিয়ে থাকতে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মানব সেবা সংঘ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, ২১ আগস্টের ঘটনা আওয়ামী লীগ ঘটিয়ে থাকতে পারে অথবা তাঁদের নিজেদের প্ররোচনা থাকতে পারে। আর বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্যই আমাদের ওপর দায় চাপিয়েছে। নিজেদের ভাবমূর্তি ভালো করার জন্য তাঁরা যেকোনো কাজ করতে পারে। দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে পারে না। 

গুম খুনের রাজনীতি আজকের প্রধানমন্ত্রী চালু করেছেন উল্লেখ করে তিনি বলেন, গুম শব্দ আমরা আগে কখনো শুনিনি। তিনিই গুম চালু করেছেন। গুম খুনের রাজনীতিতে তিনিই পটু। বিচারবহির্ভূত হত্যা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, ছাত্র শিক্ষক অনেকই গুম হয়েছে এই আমলে। তাই একুশে আগস্টের হামলায় বিএনপি আপনাদের গুম করে দিতে চেয়েছিল এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। 

তিনি বলেন, তাঁদের ব্যর্থতা ঢাকার জন্যই একটার পর একটা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। চার বছর ধরে তাঁরা রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারেনি। একজনকেও প্রত্যাবর্তন করতে পারেনি। এ ছাড়া মহামারি নিয়ন্ত্রণে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে এই সরকার। শুধু লুটপাটের রাজত্ব কায়েম করে দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করার দক্ষতা অর্জন করেছে। মানুষ এখন অন্ধকার থেকে বেরিয়ে আসছে। মানুষ এখন প্রধানমন্ত্রীর মিথ্যা কথায় দিগ্ভ্রান্ত হয় না। 

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত