Ajker Patrika

সত্য বেরিয়ে আসছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৫: ১৩
সত্য বেরিয়ে আসছে: রিজভী

কুমিল্লার পূজামণ্ডপ থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জের নারকীয় তাণ্ডবের পেছনে সরকার ও সরকারি দলের লোক কোনো না কোনোভাবে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সরকারের লোকেরাই জড়িত এবং এসব সত্য এখন বেরিয়ে আসছে। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই অনুষ্ঠানের আয়োজন করে। সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে এই সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। কিন্তু এই দানব যে তাদের ঘাড় মটকে দেবে, এটা তারা এখনো টের পাচ্ছে না। 

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'নিজেদের সেক্যুলার দাবি করেন আর আপনাদের নেতৃত্বেই সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে দেশে রক্তপাত সৃষ্টি করেছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাম বেরিয়ে আসছে। গর্ত করে কেঁচো বের করতে গিয়ে সাপ বেরিয়ে আসছে।' 

আওয়ামী লীগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ম্লান করেছে এমন অভিযোগ করে রিজভী বলেন, তারা রাজনীতিতে বিভেদ তৈরি করেছে। দলে দলে বিভাজন তৈরি করেছে। এখন সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ তৈরি করছে। আওয়ামী লীগ যুগ যুগ ধরে বিভেদ ও বিভাজন তৈরির কারখানা হিসেবে কাজ করছে। এরা এমন একটি রাজনৈতিক দল, যারা জনগণের রক্ত চুষে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এটাই হচ্ছে তাদের অভিপ্রায়, এটাই হচ্ছে তাদের রাজনৈতিক কর্মসূচি। এই কর্মসূচি দিয়েই তারা চৌদ্দ বছর ধরে ডাকাতের মতো ক্ষমতায় বসে আছে। তাদের এই সব নির্মমতা আড়াল করতেই খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। কারণ তাদের এই উৎপীড়ন, দুর্নীতি ও লুণ্ঠনের বিরুদ্ধে কোনো কণ্ঠ যেন প্রতারিত না হয়। এ কারণে খালেদা জিয়া আজ বন্দী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত