Ajker Patrika

প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন জায়েজ করতে নতুন নুরুল হুদা খুঁজছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২৯
প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন জায়েজ করতে নতুন নুরুল হুদা খুঁজছে সরকার: রিজভী

দেশে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন জায়েজ করতে আওয়ামী লীগ সরকার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মতোই আরেকজনকে খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ রবিবার গণতন্ত্র ফোরাম আয়োজিত 'গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন নির্বাচন কমিশন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের সাহেব ও হাছান মাহমুদকে উদ্দেশ করে রিজভী বলেন, `বর্তমান নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ। এখন এ ধরনের আরও একজন নুরুল হুদাকে তো খুঁজে বের করতে হবে। গত নির্বাচনে যেমন রাতে ভোট নিয়ে নির্বাচনকে বৈধতা দিয়েছেন, আগামী নির্বাচনেও যেন এভাবেই নির্বাচন করে বৈধতা দেওয়া যায়, এ জন্য তাঁরা এমনই একজন নুরুল হুদাকে খুঁজছেন। এ জন্য নানা ধরনের কথাবার্তা বলছেন। কারণ নিশিরাতে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন জায়েজ করবে কে? এ জন্য নুরুল হুদাকে আপনাদের খুব বেশি প্রয়োজন।' 

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব তলব নিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন আসছে। এই নির্বাচন নিয়ে সরকার নানা ধরনের অরাজকতা করবে। অপতৎপরতা চালাবে। এসব নিয়ে যেন সাংবাদিকেরা না লেখেন, যেন সংবাদ প্রচার না করেন। এ জন্যই বাংলাদেশ ব্যাংককে রাষ্ট্রীয় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে  রিজভী বলেন, জিয়াউর রহমানের যুদ্ধ নিয়ে তিনি প্রশ্ন করেন। প্রশ্ন তুলতেই পারেন। কোনো প্রকার অনুশোচনা থেকে হয়তো প্রশ্ন তুলতেই পারেন। তার পিতা পাকিস্তান বাহিনী আসার সঙ্গে সঙ্গেই চলে গেলেন। উনি বাসা থেকে চলে গিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে পারেননি। এ সময় একজন মেজর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এ জন্য প্রধানমন্ত্রীর অনুশোচনা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত