জব্দ করা গাড়ি রাস্তায় ভোগান্তি পথচারীদের
সরু অলিগলির কারণে যানজট যেখানে নিত্যসঙ্গী। রাসায়নিকের কারখানায় আগুনের ভয়াবহতা মনে পড়লে যেখানের ব্যবসায়ীরা এখনো শিউরে ওঠেন। পুরান ঢাকার অন্যতম এ ব্যস্ত এলাকার নাম বংশাল। তবে এসবের বাইরেও আর্থিক লেনদেন-সংক্রান্ত প্রতারণা, বন্ধকি ঋণ জটিলতা, মাদক, চুরি-ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে বংশাল থানা এলাকায়।