চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তা স্থানীয়ভাবে দখল করে সীমানাপ্রাচীর নির্মাণকাজের অভিযোগ উঠেছে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
গ্রামবাসী প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় তাঁদেরও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাস্তা দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের আব্দুর রশিদের সহায়তায় তাঁর ছোট ভাইয়ের বউ শাহনাজ একটি নতুন বাড়ি নির্মাণ করেন। বাড়িটি তাঁদের পৈতৃক জায়গায় নির্মাণ করা হলেও বাড়ির সামনের সরকারি ৮ থেকে ১০ ফুট রাস্তা দখলে নিয়ে তাঁরা পাকা করে প্রাচীর দিয়ে দখল করতে থাকেন। এ সময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসী সরকারি রাস্তা দখল থেকে বিরত থাকতে অনুরোধ করলে কাজ এক দিন বন্ধ রাখেন। পরে তাঁদের কথায় কর্ণপাত না করে গত শুক্রবার সরকারি ছুটির দিনে থেকে দ্রুত প্রাচীর নির্মাণ করেন।
কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তা জবরদখল করে প্রাচীর দিয়ে দিয়েছে। তাঁরা কয়েকজন গ্রামবাসী মূলগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদারকে মৌখিকভাবে জানিয়েছেন, তিনিও কোনো কর্ণপাত করেননি। পরে গত বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসে গিয়ে তাঁরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার মিলছে না বলে দাবি স্থানীয়দের।
অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, ‘আমার ছোট ভাই মারা গেছেন। তার স্ত্রী অসহায় মানুষ। আমার সঙ্গে পূর্বশত্রুতার জেরে গ্রামের কিছু মানুষ অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।’ তবে তিনি স্বীকার করেন, প্রাচীরের কিছু অংশ রাস্তার মধ্যে পড়েছে। এতে চলাচলের কোনো অসুবিধা হবে না গ্রামবাসীর। ভূমি অফিসের লোক এসে দেখে গেছে বলে দাবি তাঁর।
এ ব্যাপারে মূলগ্রাম ইউনিয়ন সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী তাঁকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছেন। তিনি মূলত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন বলেন, গ্রামবাসীর লিখিত অভিযোগ এখনো হাতে পাননি তিনি। সরকারি জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তা স্থানীয়ভাবে দখল করে সীমানাপ্রাচীর নির্মাণকাজের অভিযোগ উঠেছে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
গ্রামবাসী প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় তাঁদেরও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাস্তা দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের আব্দুর রশিদের সহায়তায় তাঁর ছোট ভাইয়ের বউ শাহনাজ একটি নতুন বাড়ি নির্মাণ করেন। বাড়িটি তাঁদের পৈতৃক জায়গায় নির্মাণ করা হলেও বাড়ির সামনের সরকারি ৮ থেকে ১০ ফুট রাস্তা দখলে নিয়ে তাঁরা পাকা করে প্রাচীর দিয়ে দখল করতে থাকেন। এ সময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসী সরকারি রাস্তা দখল থেকে বিরত থাকতে অনুরোধ করলে কাজ এক দিন বন্ধ রাখেন। পরে তাঁদের কথায় কর্ণপাত না করে গত শুক্রবার সরকারি ছুটির দিনে থেকে দ্রুত প্রাচীর নির্মাণ করেন।
কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তা জবরদখল করে প্রাচীর দিয়ে দিয়েছে। তাঁরা কয়েকজন গ্রামবাসী মূলগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদারকে মৌখিকভাবে জানিয়েছেন, তিনিও কোনো কর্ণপাত করেননি। পরে গত বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসে গিয়ে তাঁরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার মিলছে না বলে দাবি স্থানীয়দের।
অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, ‘আমার ছোট ভাই মারা গেছেন। তার স্ত্রী অসহায় মানুষ। আমার সঙ্গে পূর্বশত্রুতার জেরে গ্রামের কিছু মানুষ অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।’ তবে তিনি স্বীকার করেন, প্রাচীরের কিছু অংশ রাস্তার মধ্যে পড়েছে। এতে চলাচলের কোনো অসুবিধা হবে না গ্রামবাসীর। ভূমি অফিসের লোক এসে দেখে গেছে বলে দাবি তাঁর।
এ ব্যাপারে মূলগ্রাম ইউনিয়ন সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী তাঁকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছেন। তিনি মূলত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন বলেন, গ্রামবাসীর লিখিত অভিযোগ এখনো হাতে পাননি তিনি। সরকারি জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৭ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৮ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫