Ajker Patrika

শহরে তিন হাজার কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৯
Thumbnail image

রাজশাহী মহানগরীতে প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এই প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, সব ওয়ার্ডে রাস্তা, ড্রেন নির্মাণসহ নানা অবকাঠামো উন্নয়নে কাজ চলছে এবং তা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে উন্নয়নকাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে উন্নয়নকাজের মান দেখেন ও প্রকৌশলীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

রাসিকের প্রকৌশলী বিভাগ জানিয়েছে, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান রয়েছে। নগরীর ৫ নম্বর ওয়ার্ডে সাড়ে ১৩ কোটি টাকার উন্নয়নকাজ করা হচ্ছে। এর মধ্যে ৬ কোটি ৮০ লাখ টাকার উন্নয়ন প্যাকেজের আওতায় মহিষবাথান ঈদগাহ থেকে হড়গ্রাম বাজার ও কারিতাস মোড় থেকে রাজপাড়া মোড় পর্যন্ত ১ দশমিক ৩ কিলোমিটার গড়ে ৪ মিটার প্রশস্ত রাস্তার চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।

এরপর কোর্ট এলাকা থেকে বুলনপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, ঢালুর মোড় পর্যন্ত চলমান ৭০০ মিটার চার লেন সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন সিটি মেয়র। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে ২ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩০০ মিটার ড্রেন নির্মাণ চলমান রয়েছে। এদিন এই কাজও পরিদর্শন করেন মেয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত