Ajker Patrika

বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করায় ভোগান্তি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৫
বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করায় ভোগান্তি

নরসিংদীর মনোহরদীতে গ্রামীণ রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন কয়েকজন প্রভাবশালী। ফলে দুই শতাধিক পরিবারের লোক কোনো রকম হেঁটে চলাচল করতে পারলেও, চলতে পারছে না কোনো যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে পরিবারগুলো। উপজেলার বড়চাপা ইউনিয়নের পশ্চিম উরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলেন, উরুলিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ও শহিদুল্লাহ তাঁদের বাড়ির পাশের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন।

ওই গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, ‘আমরা এই রাস্তা দিয়ে ছোটবেলা থেকে চলাচল করছি। এক মাস আগে আলাউদ্দিন ও শহিদুল্লাহ বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে জরুরি কাজে আমরা বের হতে পারছি না।’

মোবারক হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, ‘তাঁরা আমাদের কোনো কথাই শুনছেন না। বাড়ি নির্মাণের জন্য গাড়ি দিয়ে ইট-বালি আনতে পারছি না। এ কারণে গাড়ির মালিককে ক্ষতি পূরণ দিতে হয়েছে। এ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মাঠে-বাজারে যায় গ্রামের অনেক মানুষ। এখন যেতে পারছে না।’

এ বিষয়ে জানতে চাইলে শহিদুল্লাহ বলেন, ‘বাড়ির পশ্চিম পাশে রাস্তার জায়গা দখল করে হাফিজ উদ্দিন ঘর নির্মাণ করছেন। তাই আমরা এই রাস্তা বন্ধ করে দিয়েছি।’

বড়চাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম সুলতান উদ্দিন বলেন, ‘রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করা বেআইনি। আমি স্থানীয়দের নিয়ে সমস্যাটি দ্রুত সমাধান করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত