আল-আমিন রাজু, ঢাকা
উত্তরা ১১ নম্বর সেক্টরের ব্যস্ততম রাস্তা। রাস্তার পাশের একটি ভবনে বড় সাইনবোর্ডে লেখা উত্তরা পশ্চিম থানা। থানার সামনের রাস্তাটির দুই পাশেই অন্তত ১০০ গজ জায়গায় জব্দ করা পুরোনো গাড়ির স্তূপ। কী নেই এখানে! মরচে ধরা মোটরসাইকেল থেকে প্রাইভেট কার, পুরোনো টায়ার থেকে অকেজো যন্ত্রাংশ—সবই আছে। বিভিন্ন মামলায় জব্দ হওয়া এসব গাড়ির কারণে রাস্তা সরু হয়ে গেছে। এতে প্রায়ই যানজট লেগে যাচ্ছে থানার রাস্তায়।
উত্তরা পশ্চিম থানায় গত রোববার দিনভর অবস্থান করেন এই প্রতিবেদক। সরেজমিন দেখা যায়, ধূলাবালু জমে গাড়িগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। থানা ভবনের ঠিক বিপরীত পাশে রয়েছে মোটরসাইকেল পার্কিং। বেশ কিছু মোটরসাইকেল সারি করে রাখা। দেয়ালে লেখা রয়েছে ‘মোটরসাইকেল বিশ্রাম ঘর’। সবই রাস্তা দখল করে তৈরি করা। প্রতিটি গাড়িতে একটি সাদা কাগজে মামলার নম্বর লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গাড়ির আরও একটি স্তূপ রয়েছে পাশের একটি খালি প্লটে।
রোববার দুপুর ১২টার দিকে দেখা যায়, থানার পাশের রাস্তায় উন্নয়নকাজ চলছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি যানবাহন প্রবেশ করছে থানার সামনের রাস্তায়। রিকশা ও ব্যক্তিগত গাড়ির চাপে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন এক আনসার সদস্য।
এদিকে থানা থেকে বের হচ্ছিলেন মো. আলাউদ্দিন (৫৫)। সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন তিনি। ডিউটি অফিসারের ব্যবহার ও সেবা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘এখানকার পুলিশরা খুবই ভালো। আমি জীবনে অনেক থানায় গিয়েছি কিন্তু আজ যে ব্যবহার পেলাম, তা কখনো ভুলব না। আমার ভোটার আইডি কার্ড হারিয়েছি। তাই জিডি করতে এসেছি।’ দুপুর সাড়ে ১২টার দিকে দুজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বের হয়ে যান উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। এর মধ্যে থানার ভেতরে ঢোকেন শিমুল শাহরিয়ার। শিমুল বলেন, ‘উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে কেনাকাটা করতে গিয়ে ফোন হারিয়েছি। কেউ হয়তো পকেট থেকে নিয়ে গেছে। তাই ডিজি করতে এসেছি। থানার ডিউটি অফিসার খুবই ভালো মানুষ। গুরুত্ব দিয়ে কথা শুনেছেন।’
বেলা তিনটার দিকে ওবায়দুল্লাহ খান (১৮) নামের এক তরুণ থানায় আসেন। তাঁর অভিযোগ, হৃদয় খান নামক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। রাতে কে বা কারা আইডির নিয়ন্ত্রণ নিয়েছে, তিনি বুঝতে পারছেন না। উত্তরা সিটি কলেজের এই শিক্ষার্থী বলেন, ‘হ্যাকার বিভিন্নজনকে নানা মেসেজ পাঠাচ্ছে। নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে এসেছি।’ এর মধ্যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান ও মিজান আসেন থানায়। সাকিব বলেন, ‘কলেজের হোস্টেল থেকে আমার মোবাইল চুরি হয়েছে। এত টাকা দিয়ে হোস্টেলে থাকি অথচ নিরাপত্তা নেই।’
ইতিমধ্যে সন্ধ্যা নেমেছে। থানা এলাকায় ভুক্তভোগীদের ভিড়ও একটু কমেছে। থানায় ফিরে এসেছেন শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। থানার সামনের রাস্তায় জব্দ করা গাড়ি রাখার বিষয়ে জানতে চাইলে ইলিয়াস বলেন, ‘সব গাড়িই মামলার আলামত। জব্দ করা গাড়ি রাখার জন্য আমাদের নিজস্ব জায়গা নেই। থানাটিও ভাড়া ভবনে। আদালতের নির্দেশ ছাড়া আমরা গাড়ি ছাড়তে পারি না।’ থানা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমাদের এখানে বেশির ভাগ অভিযোগ আসে দৈনন্দিন জীবনের টুকিটাকি সমস্যাসংক্রান্ত। আজ সারা দিনে ৩০টি জিডি নিয়েছি। তবে মাঝেমধ্যে চুরি-প্রতারণা ইত্যাদি বিষয়ে অভিযোগ আসে।’ তা ছাড়া কিশোর অপরাধীদের বিষয়েও নিয়মতি তদারকি করা হয় বলে জানান ওসি ইলিয়াস।
উত্তরা ১১ নম্বর সেক্টরের ব্যস্ততম রাস্তা। রাস্তার পাশের একটি ভবনে বড় সাইনবোর্ডে লেখা উত্তরা পশ্চিম থানা। থানার সামনের রাস্তাটির দুই পাশেই অন্তত ১০০ গজ জায়গায় জব্দ করা পুরোনো গাড়ির স্তূপ। কী নেই এখানে! মরচে ধরা মোটরসাইকেল থেকে প্রাইভেট কার, পুরোনো টায়ার থেকে অকেজো যন্ত্রাংশ—সবই আছে। বিভিন্ন মামলায় জব্দ হওয়া এসব গাড়ির কারণে রাস্তা সরু হয়ে গেছে। এতে প্রায়ই যানজট লেগে যাচ্ছে থানার রাস্তায়।
উত্তরা পশ্চিম থানায় গত রোববার দিনভর অবস্থান করেন এই প্রতিবেদক। সরেজমিন দেখা যায়, ধূলাবালু জমে গাড়িগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। থানা ভবনের ঠিক বিপরীত পাশে রয়েছে মোটরসাইকেল পার্কিং। বেশ কিছু মোটরসাইকেল সারি করে রাখা। দেয়ালে লেখা রয়েছে ‘মোটরসাইকেল বিশ্রাম ঘর’। সবই রাস্তা দখল করে তৈরি করা। প্রতিটি গাড়িতে একটি সাদা কাগজে মামলার নম্বর লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গাড়ির আরও একটি স্তূপ রয়েছে পাশের একটি খালি প্লটে।
রোববার দুপুর ১২টার দিকে দেখা যায়, থানার পাশের রাস্তায় উন্নয়নকাজ চলছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি যানবাহন প্রবেশ করছে থানার সামনের রাস্তায়। রিকশা ও ব্যক্তিগত গাড়ির চাপে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন এক আনসার সদস্য।
এদিকে থানা থেকে বের হচ্ছিলেন মো. আলাউদ্দিন (৫৫)। সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন তিনি। ডিউটি অফিসারের ব্যবহার ও সেবা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘এখানকার পুলিশরা খুবই ভালো। আমি জীবনে অনেক থানায় গিয়েছি কিন্তু আজ যে ব্যবহার পেলাম, তা কখনো ভুলব না। আমার ভোটার আইডি কার্ড হারিয়েছি। তাই জিডি করতে এসেছি।’ দুপুর সাড়ে ১২টার দিকে দুজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বের হয়ে যান উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। এর মধ্যে থানার ভেতরে ঢোকেন শিমুল শাহরিয়ার। শিমুল বলেন, ‘উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে কেনাকাটা করতে গিয়ে ফোন হারিয়েছি। কেউ হয়তো পকেট থেকে নিয়ে গেছে। তাই ডিজি করতে এসেছি। থানার ডিউটি অফিসার খুবই ভালো মানুষ। গুরুত্ব দিয়ে কথা শুনেছেন।’
বেলা তিনটার দিকে ওবায়দুল্লাহ খান (১৮) নামের এক তরুণ থানায় আসেন। তাঁর অভিযোগ, হৃদয় খান নামক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। রাতে কে বা কারা আইডির নিয়ন্ত্রণ নিয়েছে, তিনি বুঝতে পারছেন না। উত্তরা সিটি কলেজের এই শিক্ষার্থী বলেন, ‘হ্যাকার বিভিন্নজনকে নানা মেসেজ পাঠাচ্ছে। নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে এসেছি।’ এর মধ্যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান ও মিজান আসেন থানায়। সাকিব বলেন, ‘কলেজের হোস্টেল থেকে আমার মোবাইল চুরি হয়েছে। এত টাকা দিয়ে হোস্টেলে থাকি অথচ নিরাপত্তা নেই।’
ইতিমধ্যে সন্ধ্যা নেমেছে। থানা এলাকায় ভুক্তভোগীদের ভিড়ও একটু কমেছে। থানায় ফিরে এসেছেন শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। থানার সামনের রাস্তায় জব্দ করা গাড়ি রাখার বিষয়ে জানতে চাইলে ইলিয়াস বলেন, ‘সব গাড়িই মামলার আলামত। জব্দ করা গাড়ি রাখার জন্য আমাদের নিজস্ব জায়গা নেই। থানাটিও ভাড়া ভবনে। আদালতের নির্দেশ ছাড়া আমরা গাড়ি ছাড়তে পারি না।’ থানা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমাদের এখানে বেশির ভাগ অভিযোগ আসে দৈনন্দিন জীবনের টুকিটাকি সমস্যাসংক্রান্ত। আজ সারা দিনে ৩০টি জিডি নিয়েছি। তবে মাঝেমধ্যে চুরি-প্রতারণা ইত্যাদি বিষয়ে অভিযোগ আসে।’ তা ছাড়া কিশোর অপরাধীদের বিষয়েও নিয়মতি তদারকি করা হয় বলে জানান ওসি ইলিয়াস।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪