মুক্তিপণে রাজি হয়েও ৫ দিন পর লাশ পেলেন মা
২৮ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল শিশু ইয়ামিন মিয়া (৮)। এরপর অচেনা নম্বর থেকে ফোন আসে মায়ের কাছে। চাওয়া হয় মুক্তিপণ। প্রথমে ১ লাখ, এরপর ৫ লাখ, এমনকি সর্বশেষ ১০ লাখ টাকা। তা-ও দিতে রাজি ছিলেন মা শামসুন্নাহার বেগম। কিন্তু এতেও শেষরক্ষা হলো না শিশুটির। অপহরণের পাঁচ দিন পর গতকাল শুক্রবার বাড়ির কাছেই এক