Ajker Patrika

সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ অস্ত্রসহ গ্রেপ্তার ১

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ১২
সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ অস্ত্রসহ গ্রেপ্তার ১

নরসিংদীর রায়পুরা উপজেলায় কুঁড়েরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করে র‍্যাব। এ ঘটনায় র‍্যাব নরসিংদী সদর থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করে। আটক ব্যক্তিকে রায়পুরা থানায় সোপর্দ করে র‍্যাব। পরে পুলিশ তাঁকে আদালতে পাঠায়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন কুঁড়েরপাড় গ্রামের দুলাল মিয়া (৫০), সোহেল মিয়া (২৮), সৈয়দ হোসেন (৪২), কালন মিয়া (২২) ও মসির মিয়া (২৫)। তাঁদের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সায়ীদ মো. ফারুক বলেন, ‘ছররা গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুলিবিদ্ধ ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে শুনেছি।’

স্থানীয়রা জানান, গত ২৫ অক্টোবর এরশাদ মিয়া গ্রুপের আলমগীর হোসেন শ্বশুরবাড়িতে যাওয়ার পথে খালেক-মালেক গ্রুপের লোকজন মারধর করে হত্যা করেন। এ ঘটনায় থানায় মামলা হলে আসামিরা পলাতক অবস্থায় আদালত থেকে আগাম জামিন নেন। আলমগীর হত্যার রেশ ধরে কয়েক দিন ধরে প্রতিপক্ষ দলের লোকজন নিয়ে এলাকায় ঢোকার চেষ্টা করে। এরশাদ গ্রুপের লোকজন তাঁদের বাধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় এলাকাবাসী হাতেনাতে খালেক-মালেক গ্রুপের সোহাগ মিয়া নামে একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে র‍্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা বলেন, ‘খালেক-মালেক গ্রুপের লোকজনকে বাড়িতে রাখতে গেলে স্থানীয়রা টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র‍্যাব ফাঁকা গুলি ছোড়ে। র‍্যাবের গুলিতে কেউ আহত হওয়ার খবর পাইনি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘এলাকাবাসী অস্ত্রসহ একজনকে আটক করে র‍্যাবের হাতে তুলে দেন। তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত