Ajker Patrika

মুক্তিপণে রাজি হয়েও ৫ দিন পর লাশ পেলেন মা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ৩৮
মুক্তিপণে রাজি হয়েও ৫ দিন পর লাশ পেলেন মা

২৮ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল শিশু ইয়ামিন মিয়া (৮)। এরপর অচেনা নম্বর থেকে ফোন আসে মায়ের কাছে। চাওয়া হয় মুক্তিপণ। প্রথমে ১ লাখ, এরপর ৫ লাখ, এমনকি সর্বশেষ ১০ লাখ টাকা। তা-ও দিতে রাজি ছিলেন মা শামসুন্নাহার বেগম। কিন্তু এতেও শেষরক্ষা হলো না শিশুটির। অপহরণের পাঁচ দিন পর গতকাল শুক্রবার বাড়ির কাছেই একটি জমি থেকে ইয়ামিনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইয়ামিন নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জামাল মিয়ার ছেলে। সে উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। বাবা প্রবাসে থাকায় একা মা শামসুন্নাহারের কাছেই দুই বোনসহ বেড়ে উঠছিল ইয়ামিন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সকালে ইয়ামিনকে বাড়িতে রেখে ভোট দিতে যান মা শামসুন্নাহার। পরে দুপুরে বাড়িতে এসে দেখেন ইয়ামিন নেই। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও কোথাও খুঁজে পেলেন না তাকে। ওই রাতে মা শামসুন্নাহারের মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে কল আসে। ফোনদাতা বলেন, ইয়ামিন তাঁর কাছে আটক রয়েছে। ১ লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। এ ঘটনার পরদিন রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন শামসুন্নাহার। ওই দিনও আবার ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী। তাতেও রাজি হয়ে তাদের কথামতো বিভিন্ন স্থানে টাকা নিয়ে গিয়েও কারও সন্ধান পাননি

শিশুটির মা। পরদিন রাতে ১০ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। তাতেও রাজি হন শামসুন্নাহার। পরদিন অপহরণকারীর বিকাশ নম্বরে ২০-৩০ হাজার টাকা পরিশোধও করেন তিনি। তাতেও শেষরক্ষা হলো না ইয়ামিনের। গতকাল সকালে ধানের বীজতলায় স্থানীয়রা একটি লাশ দেখতে পান। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি ইয়ামিনের বলে শনাক্ত করেন।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আতাউর রহমান বলেন, ‘১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল দুর্বৃত্তরা। নিখোঁজ ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে কারও নাম উল্লেখ না করলেও তিনি তিনজন ব্যক্তিকে সন্দেহ করেন বলে আমাদের জানিয়েছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত