Ajker Patrika

বিজয়ী ও পরাজিতের সমর্থকদের সংঘর্ষ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৭
বিজয়ী ও পরাজিতের  সমর্থকদের সংঘর্ষ

নরসিংদীর রায়পুরার অলিপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য হাবিব ও তাঁর সমর্থকদের সঙ্গে পরাজিত সদস্য প্রার্থী ওসমান ও তাঁর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত সাতজন।

গতকাল মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওসমান মিয়া, বিল্লাল মিয়া, ওসমান মিয়ার স্ত্রী ফরিদা বেগম, অলি মিয়া, ও রাজিব।

জানতে চাইলে ওসমান বলেন, ‘নির্বাচনে জয় লাভের পর থেকেই হাবিব বিভিন্ন ভাবে আমার সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে হাবিবের ৪০ থেকে ৫০ জন সমর্থক ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাড়ি ঘরে হামলা চালায় এবং লুটপাট করে। এ সময় বাড়িতে থাকা নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে তাঁরা। এ সময় বাধা দিতে আমিসহ কয়েক জন আহত হই। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ নিয়ে কথা হয় ইউপি সদস্য হাবিবের সঙ্গে। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ভাংচুর ও লুটপাটের অভিযোগ ভিত্তিহীন।

এ ব্যাপারে রায়পুরা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) হালিম বলেন, মঙ্গলবার সকালে হাবিবের একজন কর্মীকে ওসমানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওসমানের সমর্থকেরা চর থাপ্পড় দেয়। এই খবর শোনার পর হাবিবের সমর্থকেরা ওসমানের বাড়িতে হামলা চালায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত