করেরহাটে সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় কেটে চলছে অবৈধ বসতি স্থাপন
রামগড়ের লাগোয়া করেরহাট রেঞ্জের প্রায় ২৮ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল বেদখল হয়ে যাচ্ছে। সংরক্ষিত বাগানের প্রাচীন এই শাল, সেগুন, গামারী, গর্জন, মেহগনি বাগানে এক সময় দিনের বেলায় ও প্রবেশ দুঃসাধ্য ছিল। গাছের সবুজ পাতার ছাউনিতে দিনের বেলায় বনে আলো-আঁধারির সৃষ্টি হতো। কালক্রমে এর পরিবর্তন ঘটছে। সংরক্ষিত বনা