মহাসড়কের পাশে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য, দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ড মাস্টারপাড়া এলাকায় মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। এতে পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। এসব বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।