Ajker Patrika

বিয়ের পাঁচ দিন পরেই স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)
বিয়ের পাঁচ দিন পরেই স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের ৫ দিন পর চাইথৈ মারমা নামের এক যুবককে জবাই করে হত্যার অভিযোগে উঠেছে স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল রোববার মধ্যরাতে নিহতের স্ত্রী, শ্যালক ও স্ত্রী'র সাবেক স্বামী পাইসাথৈই মারমাকে আসামি করে রামগড় থানায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই অংগ্য মারমা। মামলার পরিপ্রেক্ষিতে আজ সোমবার স্ত্রী চোপাই মারমা ও শ্যালক উক্যাচিং মারমাকে গ্রেপ্তার দেখিয়েছে রামগড় থানা-পুলিশ।

মামলার এজাহারে নিহতের ভাই অংগ্য মারমা জানান, গত ২৪শে জুলাই সকালে নিহত চাইথৈ মারমা তার স্ত্রী চোপাই মারমাকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনতে যায়। পরের দিন সকাল বেলায় শ্বশুরবাড়ির একটি কক্ষে তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়। একই বিছানায় ঘুমালেও স্বামীকে কে বা কারা হত্যা করেছ তার কোনো কিছুই জানেন না বলে দাবি স্ত্রী চোপাই মারমার। এ কথা অবিশ্বাস্য দাবি করে এজাহারে তিনি উল্লেখ করেন, অমতে বিয়ে করায় পূর্বের স্বামী পাইসাথৈই মারমা তাঁর ভাইয়ের ওপর ক্ষিপ্ত ছিল। নিহতের স্ত্রী তার পূর্বের স্বামীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে এমন সন্দেহে চোপাই মারমার সঙ্গে তাঁর বর্তমান স্বামীর মতবিরোধ দেখা দেয়। এ সমস্ত কারণে তিনি দাবি করেন নিহতের স্ত্রী, শ্যালক এবং স্ত্রী'র সাবেক স্বামী মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামন আজকের পত্রিকা কে জানান, হত্যাকাণ্ডটি রহস্যজনক মনে হওয়ায় শুরুতেই জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চোপাই মারমা ও শ্যালক উখ্যাচিং মারমাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে নিহতের ছোট ভাই বাদী হয়ে রামগড় থানায় মামলা করলে আজ সোমবার তাদের গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত