রানা প্লাজা ধসের ১০ বছর: তাঁদের ঈদের দিনও কষ্টের
ঈদ মানেই আনন্দ, কিন্তু ধসে পড়া রানা প্লাজার আহত শ্রমিকদের শারীরিক যন্ত্রণা, দারিদ্র্য আর ভয়াবহ সেই স্মৃতি ঈদ আনন্দকে ম্লান করে দেয়। তাঁদের জন্য ঈদের দিনটিও কষ্টের। সাভারের বিভিন্ন এলাকা ঘুরে আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।