Ajker Patrika

জামিন পেলেন রানা প্লাজার সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৯: ১৮
জামিন পেলেন রানা প্লাজার সোহেল রানা

সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় ভবনমালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের বেঞ্চ এ রায় দেন। 

রানার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী কামরুল ইসলাম। 

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পরে। ওই ঘটনায় ১ হাজার ১৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হয় আরও ২ হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

ওই ঘটনায় ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত কারণে হত্যা মামলা দায়ের করেন সাভার থানার উপপরিদর্শক ওয়ালী আশরাফ। ওই মামলায় ২০১৫ সালে সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। ওই মামলায় ২০১৩ সালের ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার সময় সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত