বাতি না জ্বললেও মাসে লাখ টাকা বিল দিচ্ছে বিসিবি
খেলা হয় না, তাই রাজশাহীর দুটি স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালানোর প্রয়োজন হয় না। এরই মধ্যে একটা ফ্লাডলাইট টাওয়ার ঝড়ে ভেঙে গেছে। কিছু বাতি খুলে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামে। বাকি যা আছে সেগুলোরও বেশির ভাগ অকেজো। টাওয়ারে যে ধরনের লাইট লাগানো, সেগুলোরও যুগ শেষ হয়েছে। এসেছে এলইডি লাইট। তারপরও ফ্লাডলাইটের জন্