Ajker Patrika

বছরজুড়ে টেনিস চর্চা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ৩৪
বছরজুড়ে টেনিস চর্চা

রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে সারা বছরই টেনিসের চর্চা চলছে। আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি বছরজুড়েই চলছে জাতীয় ও ঘরোয়া টুর্নামেন্ট।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকায় ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টের বাছাই পর্বে রাজশাহী থেকে ছয়জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে দুজন মেয়ে এবং চারজন ছেলে। তাঁরা এই টেনিস কমপ্লেক্সের। গত ২ জানুয়ারি ঢাকায় বাছাইপর্বের খেলায় অংশগ্রহণ করেছেন তাঁরা। চারজনের মধ্যে ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২২ আসরে রাজশাহীর টেনিস খেলোয়াড় আপন আহমেদ ও হালিমা জাহান অংশ নেবেন। টুর্নামেন্টের মূল পর্ব আগামী ১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

জানা গেছে, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে প্রায় ৮০ জন খেলোয়াড় নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। স্থানীয় কোচের পাশাপাশি আন্তর্জাতিক মানের কোচরাও এখানে প্রশিক্ষণ দিচ্ছেন খেলোয়াড়দের। করোনার কারণে দুবছর রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট (আইটিএফ) আয়োজন না হলেও বাংলাদেশ গেমস হয়েছে। গত জুন-জুলাইয়ে দেশের সকল ক্লাবের অংশগ্রহণে ক্লাব টুর্নামেন্টও হয়েছে এখানে। গত ডিসেম্বরে জুনিয়রদের ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট হয় এখানেই।

আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন খেলায় কোচের দায়িত্ব পালন করেছেন ভারতের রবি শংকর সিং। ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টকে সামনে রেখে তিনি রাজশাহীতে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি জানান, করোনার কারণে দীর্ঘ সময় ধরে খেলোয়াড়রা খেলাধুলার বাইরে ছিলেন। এ কারণে তাঁদের ফিটনেসের কিছুটা সমস্যা ছিল। গত ১৫ দিনের প্রশিক্ষণে সেই দুর্বলতা অনেকটাই কেটে গেছে।

টেনিস কমপ্লেক্সের সম্পাদক এহসানুল হুদা দুলু বলেন, ‘খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক টেনিসের আসরে অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা খুবই আন্তরিক। এ কারণেই দেশের বাইরে থেকে দক্ষ কোচ এনে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘টেনিস কমপ্লেক্সে এখন প্রায় ৮০ জন খেলোয়াড় নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। গত ১০ থেকে ১৬ ডিসেম্বরে অনুষ্ঠিত জব্বার স্মৃতি টেনিসে জাতীয় টুর্নামেন্টেও খেলোয়াড়রা ভালো নৈপুণ্য দেখিয়েছেন। এই খেলা খুবই ব্যয়বহুল। সে তুলনায় আয় নেই। এখানে আরও পৃষ্ঠপোষকতা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত