Ajker Patrika

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য হলেন ১৯ জন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ৫৩
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য হলেন ১৯ জন

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ১৯ জন পেশাদার সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে রাজশাহী আসা এক সাংবাদিককে অন্তর্ভুক্ত করেছে আরইউজে। এ ছাড়া একজনের সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহারও করা হয়েছে।

আজ রোববার দুপুরে আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব এবং নির্বাহী সদস্য শরিফুল ইসলাম তোতা ও আনিসুজ্জামান।

আরইউজে যাদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে তারা হলেন, জামাল উদ্দিন (দৈনিক রাজশাহী), সাখাওয়াত হোসেন (আলোকিত বাংলাদেশ), রাকিবুল হাসান (স্পাইস টেলিভিশন), কেয়া আক্তার (বার্তা ২৪. কম), রাজু আহমেদ (সানশাইন), আবদুস সালাম (সময় টেলিভিশন), আজম খান (যুগান্তর), আফরোজা খান হেলেন (নতুন প্রভাত), বুলবুল হাবিব (এটিএন নিউজ), আলী এহেসান তুহিন (সোনার দেশ), আমিনুল ইসলাম (উত্তরা প্রতিদিন), সোহেল রানা (দেশ টিভি), রফিকুল ইসলাম (দীপ্ত টিভি), মোখলেসুর রহমান মুকুল (রাজশাহী সংবাদ), মাহাবুল ইসলাম (সোনার দেশ), গোলাম রসুল (কালের কণ্ঠ), শাহিনুল ইসলাম আশিক (সোনার দেশ), মোবারক হোসেন শিশির (আমাদের রাজশাহী) এবং মাহী ইলাহি (সোনালী সংবাদ)।

নতুন সদস্য পদের জন্য আরইউজে সম্প্রতি নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছিল। আবেদন গ্রহণের পর তিন সদস্যের বাছাই কমিটি আবেদনপত্র যাচাই-বাছাই করে। বাছাই কমিটিতে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক তানজিমুল হক, সেলিম জাহাঙ্গীর ও তৈয়বুর রহমান। এ কমিটি ১৯ জনকে সদস্যপদ দেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি নতুন সদস্যপদ অনুমোদন করল।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এনায়েত করিমকে (উত্তরা প্রতিদিন) আরইউজেতে অন্তর্ভুক্ত করেছে। এনায়েত ঢাকা থেকে এসে বর্তমানে রাজশাহীতে সাংবাদিকতা করছেন। নির্বাহী কমিটি জহিরুল ইসলামের (সোনালী সংবাদ) সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকা রাজশাহীর পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় এ সংগঠনের সদস্য সংখ্যা এখন দাঁড়াল ৮৮ জনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত