রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজের সময় ছাদ থেকে পড়ে আলেক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
আলেক (৩৫) নগরীর বেলপুকুর থানা কাপাশিয়ার বাসিন্দা ছিলেন।
ডাক্তারের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, কয়েকজন শ্রমিক অডিটরিয়ামের ছাদ পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ করে একজন শ্রমিক পড়ে যান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ৷ ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারের কাজ তিনটি ধাপে হচ্ছে। যার মধ্যে সিভিলের কাজটি করছে হোসেন এন্টারপ্রাইজ। স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন।
শ্রমিকের নিরাপদ সরঞ্জাম ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শ্রমিকদের সেফটি গার্ড দেওয়া ছিল। কিন্তু যেহেতু ছাদ পরিষ্কার করছিলেন তাই পরেননি।
অডিটরিয়ামে সংস্কারকাজের দেখভালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম। তিনি বলেন, ‘আমি আগে থেকে বলে দিয়েছি ওপরের কাজ করার সময় সেফটি ব্যবহার করতে হবে। অন্যথায় কাজ করা যাবে না। আজ শনিবার ছুটির দিন। আমাকে না জানিয়ে তারা কাজ করছিল।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজের সময় ছাদ থেকে পড়ে আলেক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
আলেক (৩৫) নগরীর বেলপুকুর থানা কাপাশিয়ার বাসিন্দা ছিলেন।
ডাক্তারের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, কয়েকজন শ্রমিক অডিটরিয়ামের ছাদ পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ করে একজন শ্রমিক পড়ে যান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ৷ ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারের কাজ তিনটি ধাপে হচ্ছে। যার মধ্যে সিভিলের কাজটি করছে হোসেন এন্টারপ্রাইজ। স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন।
শ্রমিকের নিরাপদ সরঞ্জাম ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শ্রমিকদের সেফটি গার্ড দেওয়া ছিল। কিন্তু যেহেতু ছাদ পরিষ্কার করছিলেন তাই পরেননি।
অডিটরিয়ামে সংস্কারকাজের দেখভালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম। তিনি বলেন, ‘আমি আগে থেকে বলে দিয়েছি ওপরের কাজ করার সময় সেফটি ব্যবহার করতে হবে। অন্যথায় কাজ করা যাবে না। আজ শনিবার ছুটির দিন। আমাকে না জানিয়ে তারা কাজ করছিল।’
লক্ষ্মীপুরের রামগতিতে জেলে নৌকায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেদুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেকার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড
২৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে পাষবিক নির্যাতনের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর মেঝেতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী। এঘটনায় বিক্ষুব্ধ জনতা মাদকাসক্ত স্বামীর দুটি বসতবাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে বসতবাড়ি দুটি পুড়ে যায়।
৩২ মিনিট আগে