Ajker Patrika

জামায়াত শিবিরের ১৫ কর্মী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৪: ১৪
জামায়াত শিবিরের ১৫ কর্মী গ্রেপ্তার

রাজশাহীতে গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নগরীর সোনাদীঘি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকে বসেছিলেন তাঁরা। সেখান থেকেই বোয়ালিয়া থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

১৫ জনের মধ্যে আছেন জামায়াতকর্মী নগরীর মারিফুল কুরআন একাডেমির শিক্ষক রবিউল ইসলাম, বুলনপুর মাদ্রাসার শিক্ষক আবদুল আজিজ, রিয়াজুল জান্নাহ মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক খলিলুর রহমান, একই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম রবিউল ইসলাম, আল-আরাফাহ ব্যাংকের রাজশাহী শাখার কর্মী রবিউল ইসলাম, দারুস সালাম কামিল মাদ্রাসার শিক্ষক কুদ্দুসুর রহমান ও রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী শফিকুল ইসলাম।

এ ছাড়াও গ্রেপ্তার হয়েছেন জামায়াতকর্মী হেতেমখাঁ চৌধুরী পুকুর জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন, রাজশাহীর মসজিদ মিশন একাডেমির শিক্ষক বাকী বিল্লাহ বায়োজিদ, পুঠিয়া মহিলা কলেজের শিক্ষক আতিকুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আবদুল মালেক, নেসকো বিদ্যুৎ অফিস মসজিদের ইমাম খিজির আহম্মেদ এবং শিবিরকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিজ ইমতিয়াজ মনন ও দিসান ইফতে নাবিল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র করতে জামায়াত-শিবিরের এই কর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। এঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত