বট-পাকুড়ের বিয়েতে হাজারো অতিথি
সানাইয়ের সুর আর ঢাকের শব্দে মুখরিত চারপাশ। মাঝে মাঝে উলুধ্বনি। একদল নারী নেচেই যাচ্ছেন। এর ফাঁকে ফাঁকে চলছে বিয়ের নানা আনুষ্ঠানিকতা। কোনো মানুষের নয়, বিয়ে হলো বট আর পাকুড়গাছের। গতকাল শনিবার রীতিমতো ‘মহা আয়োজনে’ এই বিয়ে হয়েছে রাজশাহীর নগরের খড়খড়ির শ্রীশ্রী গোপালদেব ঠাকুর মন্দিরে।