রাবিতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য
সিসি টিভি ফুটেজ থাকা সত্ত্বেও ছিনতাইকারীদের শনাক্ত করতে না পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, বারবার ছিনতাইয়ের ঘটনায় দায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এড়াতে পারে না। তবে পুলিশের দাবি, লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছে না তারা।