Ajker Patrika

কর্ণাটকের হিজাব আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সংহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৩
কর্ণাটকের হিজাব  আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সংহতি

ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব নিষিদ্ধের ঘটনার প্রতিবাদে রাজ্যটিতে ছড়িয়ে পড়া আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মির্জা সুমাইয়া ফারহানা বলেন, ‘হিজাবকে কেন্দ্র করে ক্যাম্পাসসহ সারা বিশ্বে যে হয়রানি চলছে আমরা এর প্রতিবাদ জানাই।’

ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফার্দিন অন্তর বলেন, ‘অনেকে পোশাকের কারণে বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হচ্ছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। সবাই যেন সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।’

‘ধর্মের নামে বাড়াবাড়ি আমরা যেন না করি’, ‘আল্লাহু আকবর’, ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত বন্ধ হোক’, ‘শিক্ষাঙ্গনে মেয়েদের হিজাবের জন্য অপদস্থ করা বন্ধ হোক’—এ ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে সম্প্রতি একটি সরকারি কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ ও হিজাব পরিহিতা মুসলিম নারীকে হেনস্তা করা হয়। এ নিয়ে মামলাও হয় হাইকোর্টে, যা নিয়ে সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভারতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত