Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আর নেই

রাজশাহী প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আর নেই

রাজশাহী নগরীর দাসপুকুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বাদ জুমা নগরীর মহিষবাথান গোরস্থানে জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজা নামাজে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ গণমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। আবুল কাসেমের আত্মার মাগফিরাত কামনায় রোববার বাদ আসর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত