রাজশাহী প্রতিনিধি
করোনা টিকা না নেওয়া আত্মহত্যার শামিল বলে জানিয়েছেন আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, রাজশাহীতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে রোগী। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য রয়েছে আলাদা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল আইসিইউতে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। যাদের কেউ করোনা টিকা গ্রহণ করেননি।
একজন রোগীর কথা তুলে ধরে আইসিইউর ইনচার্জ লিখেছেন, ‘মেয়ে ব্যাংকার, ছেলে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। অথচ পিতা কোভিড ভ্যাকসিন নেননি। সিটি করপোরেশনের অভিজাত আবাসিক এলাকায় বসবাস, রোগী নিজেও একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। অথচ ভ্যাকসিন নেওয়ার হিসাবটুকু করতে পারলেন না। জ্বর, কাশিতে বাসায় কাটল পাঁচ দিন, শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষার পর দেখা গেল ৮০-৯০ শতাংশ ফুসফুস আক্রান্ত। পরদিন করোনা টেস্টেও পজিটিভ। কোভিড আইসিইউতে ভর্তি হলেন এবং আইসিইউ ভেন্টিলেটর দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। জানি না শেষ পর্যন্ত কি হবে।’
ইনচার্জ আরও লিখেন, ‘আইসিইউতে ভর্তি পাঁচজন রোগীর একজনও করোনা ভ্যাকসিন নেননি। সবার বয়স ৫০ এর উপরে।’
টিকার যোগানে সরকারের প্রশংসা করে এই চিকিৎসক লেখেন, ‘আমাদের দেশের মানুষকে ভাগ্যবানই বলতে হবে। প্রিয় বাংলাদেশের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন যোগাড় করতে পেরেছে। এ দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হয়েছে, এমনটি শুনিনি। পৃথিবীতে আমাদের মতো অন্য গরীব দেশগুলো তাদের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগাদা দেওয়া সত্বেও যোগাড় করতে পারেনি। এত বিশাল জনসংখার একটা দেশের সরকারের জন্য এটা বিরাট সাফল্য বলে মনে করি।’
‘বিনে পয়সায় এত সুযোগ পাওয়া সত্বেও কোনো মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে সেটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কোনো আবিস্কার/উদ্ভাবনই মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর কোটি মানুষের আহাজারিতে মহান সৃষ্টিকর্তার দয়ার বরকতের ফসল এ ভ্যাকসিন আবিস্কার। ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া বিশাল পার্থক্য তৈরি করেছে। পৃথিবীর সকল মানুষের জন্য ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা ছাড়া এখন পর্যন্ত বিকল্প কিছু নেই। ডেল্টা বা বেটা বা ওমিক্রন যেটায় আপনাকে আক্রমণ করুক, সেটা থেকে অনেকখানি নিরাপত্তা দিতে পারবে, এটা প্রমাণিত।’
সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুতরাং, অবিলম্বে নিজের এবং প্রিয়জনের জন্য সুযোগ পেলেই ভ্যাকসিন নেবার ব্যবস্থা নিন।’
করোনা টিকা না নেওয়া আত্মহত্যার শামিল বলে জানিয়েছেন আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, রাজশাহীতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে রোগী। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য রয়েছে আলাদা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল আইসিইউতে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। যাদের কেউ করোনা টিকা গ্রহণ করেননি।
একজন রোগীর কথা তুলে ধরে আইসিইউর ইনচার্জ লিখেছেন, ‘মেয়ে ব্যাংকার, ছেলে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। অথচ পিতা কোভিড ভ্যাকসিন নেননি। সিটি করপোরেশনের অভিজাত আবাসিক এলাকায় বসবাস, রোগী নিজেও একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। অথচ ভ্যাকসিন নেওয়ার হিসাবটুকু করতে পারলেন না। জ্বর, কাশিতে বাসায় কাটল পাঁচ দিন, শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষার পর দেখা গেল ৮০-৯০ শতাংশ ফুসফুস আক্রান্ত। পরদিন করোনা টেস্টেও পজিটিভ। কোভিড আইসিইউতে ভর্তি হলেন এবং আইসিইউ ভেন্টিলেটর দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। জানি না শেষ পর্যন্ত কি হবে।’
ইনচার্জ আরও লিখেন, ‘আইসিইউতে ভর্তি পাঁচজন রোগীর একজনও করোনা ভ্যাকসিন নেননি। সবার বয়স ৫০ এর উপরে।’
টিকার যোগানে সরকারের প্রশংসা করে এই চিকিৎসক লেখেন, ‘আমাদের দেশের মানুষকে ভাগ্যবানই বলতে হবে। প্রিয় বাংলাদেশের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন যোগাড় করতে পেরেছে। এ দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হয়েছে, এমনটি শুনিনি। পৃথিবীতে আমাদের মতো অন্য গরীব দেশগুলো তাদের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগাদা দেওয়া সত্বেও যোগাড় করতে পারেনি। এত বিশাল জনসংখার একটা দেশের সরকারের জন্য এটা বিরাট সাফল্য বলে মনে করি।’
‘বিনে পয়সায় এত সুযোগ পাওয়া সত্বেও কোনো মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে সেটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কোনো আবিস্কার/উদ্ভাবনই মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর কোটি মানুষের আহাজারিতে মহান সৃষ্টিকর্তার দয়ার বরকতের ফসল এ ভ্যাকসিন আবিস্কার। ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া বিশাল পার্থক্য তৈরি করেছে। পৃথিবীর সকল মানুষের জন্য ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা ছাড়া এখন পর্যন্ত বিকল্প কিছু নেই। ডেল্টা বা বেটা বা ওমিক্রন যেটায় আপনাকে আক্রমণ করুক, সেটা থেকে অনেকখানি নিরাপত্তা দিতে পারবে, এটা প্রমাণিত।’
সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুতরাং, অবিলম্বে নিজের এবং প্রিয়জনের জন্য সুযোগ পেলেই ভ্যাকসিন নেবার ব্যবস্থা নিন।’
সিলেটে ছিনতাইকৃত মোবাইল ফোন, নগদ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
৫ মিনিট আগেচট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেসিলেটে প্রায় সোয়া ১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
২২ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দরকার, যাদের পেছনে জনসমর্থন রয়েছে। নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না।’ আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রংপুর
২৬ মিনিট আগে