রাজশাহী প্রতিনিধি
করোনা টিকা না নেওয়া আত্মহত্যার শামিল বলে জানিয়েছেন আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, রাজশাহীতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে রোগী। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য রয়েছে আলাদা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল আইসিইউতে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। যাদের কেউ করোনা টিকা গ্রহণ করেননি।
একজন রোগীর কথা তুলে ধরে আইসিইউর ইনচার্জ লিখেছেন, ‘মেয়ে ব্যাংকার, ছেলে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। অথচ পিতা কোভিড ভ্যাকসিন নেননি। সিটি করপোরেশনের অভিজাত আবাসিক এলাকায় বসবাস, রোগী নিজেও একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। অথচ ভ্যাকসিন নেওয়ার হিসাবটুকু করতে পারলেন না। জ্বর, কাশিতে বাসায় কাটল পাঁচ দিন, শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষার পর দেখা গেল ৮০-৯০ শতাংশ ফুসফুস আক্রান্ত। পরদিন করোনা টেস্টেও পজিটিভ। কোভিড আইসিইউতে ভর্তি হলেন এবং আইসিইউ ভেন্টিলেটর দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। জানি না শেষ পর্যন্ত কি হবে।’
ইনচার্জ আরও লিখেন, ‘আইসিইউতে ভর্তি পাঁচজন রোগীর একজনও করোনা ভ্যাকসিন নেননি। সবার বয়স ৫০ এর উপরে।’
টিকার যোগানে সরকারের প্রশংসা করে এই চিকিৎসক লেখেন, ‘আমাদের দেশের মানুষকে ভাগ্যবানই বলতে হবে। প্রিয় বাংলাদেশের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন যোগাড় করতে পেরেছে। এ দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হয়েছে, এমনটি শুনিনি। পৃথিবীতে আমাদের মতো অন্য গরীব দেশগুলো তাদের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগাদা দেওয়া সত্বেও যোগাড় করতে পারেনি। এত বিশাল জনসংখার একটা দেশের সরকারের জন্য এটা বিরাট সাফল্য বলে মনে করি।’
‘বিনে পয়সায় এত সুযোগ পাওয়া সত্বেও কোনো মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে সেটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কোনো আবিস্কার/উদ্ভাবনই মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর কোটি মানুষের আহাজারিতে মহান সৃষ্টিকর্তার দয়ার বরকতের ফসল এ ভ্যাকসিন আবিস্কার। ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া বিশাল পার্থক্য তৈরি করেছে। পৃথিবীর সকল মানুষের জন্য ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা ছাড়া এখন পর্যন্ত বিকল্প কিছু নেই। ডেল্টা বা বেটা বা ওমিক্রন যেটায় আপনাকে আক্রমণ করুক, সেটা থেকে অনেকখানি নিরাপত্তা দিতে পারবে, এটা প্রমাণিত।’
সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুতরাং, অবিলম্বে নিজের এবং প্রিয়জনের জন্য সুযোগ পেলেই ভ্যাকসিন নেবার ব্যবস্থা নিন।’
করোনা টিকা না নেওয়া আত্মহত্যার শামিল বলে জানিয়েছেন আইসিইউর ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, রাজশাহীতে আবারও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেও বাড়ছে রোগী। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য রয়েছে আলাদা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল আইসিইউতে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। যাদের কেউ করোনা টিকা গ্রহণ করেননি।
একজন রোগীর কথা তুলে ধরে আইসিইউর ইনচার্জ লিখেছেন, ‘মেয়ে ব্যাংকার, ছেলে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। অথচ পিতা কোভিড ভ্যাকসিন নেননি। সিটি করপোরেশনের অভিজাত আবাসিক এলাকায় বসবাস, রোগী নিজেও একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। অথচ ভ্যাকসিন নেওয়ার হিসাবটুকু করতে পারলেন না। জ্বর, কাশিতে বাসায় কাটল পাঁচ দিন, শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষার পর দেখা গেল ৮০-৯০ শতাংশ ফুসফুস আক্রান্ত। পরদিন করোনা টেস্টেও পজিটিভ। কোভিড আইসিইউতে ভর্তি হলেন এবং আইসিইউ ভেন্টিলেটর দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। জানি না শেষ পর্যন্ত কি হবে।’
ইনচার্জ আরও লিখেন, ‘আইসিইউতে ভর্তি পাঁচজন রোগীর একজনও করোনা ভ্যাকসিন নেননি। সবার বয়স ৫০ এর উপরে।’
টিকার যোগানে সরকারের প্রশংসা করে এই চিকিৎসক লেখেন, ‘আমাদের দেশের মানুষকে ভাগ্যবানই বলতে হবে। প্রিয় বাংলাদেশের সরকার পর্যাপ্ত ভ্যাকসিন যোগাড় করতে পেরেছে। এ দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হয়েছে, এমনটি শুনিনি। পৃথিবীতে আমাদের মতো অন্য গরীব দেশগুলো তাদের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার তাগাদা দেওয়া সত্বেও যোগাড় করতে পারেনি। এত বিশাল জনসংখার একটা দেশের সরকারের জন্য এটা বিরাট সাফল্য বলে মনে করি।’
‘বিনে পয়সায় এত সুযোগ পাওয়া সত্বেও কোনো মানুষ যদি ভ্যাকসিন না নেয়, তাহলে সেটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। কোনো আবিস্কার/উদ্ভাবনই মহান আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। পৃথিবীর কোটি মানুষের আহাজারিতে মহান সৃষ্টিকর্তার দয়ার বরকতের ফসল এ ভ্যাকসিন আবিস্কার। ভ্যাকসিন নেওয়া এবং না নেওয়া বিশাল পার্থক্য তৈরি করেছে। পৃথিবীর সকল মানুষের জন্য ভ্যাকসিন নেওয়া এবং মাস্ক পরা ছাড়া এখন পর্যন্ত বিকল্প কিছু নেই। ডেল্টা বা বেটা বা ওমিক্রন যেটায় আপনাকে আক্রমণ করুক, সেটা থেকে অনেকখানি নিরাপত্তা দিতে পারবে, এটা প্রমাণিত।’
সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুতরাং, অবিলম্বে নিজের এবং প্রিয়জনের জন্য সুযোগ পেলেই ভ্যাকসিন নেবার ব্যবস্থা নিন।’
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
৩০ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৭ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
১ ঘণ্টা আগে