রিকশা না চালিয়ে রোজ এক ঘণ্টা পত্রিকা পড়েন ফজলুল হক
কথা বলে বোঝা গেল, রোজ এভাবে বিনা পয়সায় পত্রিকা পড়তে পড়তে বিক্রেতা সাইফুলের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। একটি পত্রিকা পড়া শেষে আরেকটি নেওয়ার সময় কথা হলো তাঁর সঙ্গে। তিনি বলেন, তাঁর নাম ফজলুল হক। বাড়ি নওগাঁ সদরের বর্শাইল গ্রামে। দ্বিতীয়বার গ্রামের নাম জানতে চাইলে ফজলুল হক বানান করে বললেন। জানালেন, প্রায় ২